আছে কোভিডের আতঙ্ক। তাতে কি! নতুন বছরে সেই দুঃখ কষ্টে থাকতে চান না কেউ। তাই যারা পারছেন, ছুটছেন সৌন্দর্যের বুকে। বলিউড তারকাদের দেখা যাচ্ছে সৈকতে ছুটতে। এদের মধ্যে ঘোষিত জুটির চেয়ে অঘোষিত জুটিই বেশি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে তারকাদের প্রিয় জায়গা হয়ে উঠেছে মালদ্বীপ। দুদিন আগে ইনস্টাতে আলাদা আলাদা ছবিতে পাওয়া গেছে বলিউডের টাইগার শ্রফ ও দিশা পাটানিকে। ধারণা করা হচ্ছে তারা একসঙ্গে থাকলেও ছবি পোস্ট করছেন নিজেদের মতো করে।
বুধবার মালদ্বীপে যাওয়ার জন্য মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে বলিউডের অঘোষিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানিকে। হিন্দুস্তান টাইমস বলছে, আরামদায়ক পোশাকে ছিলেন তারা। লুকোচুরি নয় বরং সাবলীলভাবেই বিমানবন্দরে দেখা গেছে তাদের।
সিদ্ধার্থ ও কিয়ারা যাবার পরপরই এয়ারপোর্টে দেখা গেছে বলিউডের আরও এক জুটিকে। তারা হলেন ঈশান খাট্টার ও অনন্যা পাণ্ডে। এখন পর্যন্ত খালিপিলি নামের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। তাদের গন্তব্যও মালদ্বীপ।
বলিউডের ঘোষিত জুটি মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর। তারাও যাচ্ছেন সৈকতে। তবে মালদ্বীপে না; তারা যাচ্ছেন গোয়া। মালাইকা এরই মধ্যে কিছু ছবি দিয়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে।