বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৩০ কোটিতে বিক্রি হলো সালমানের সিনেমা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ ডিসেম্বর, ২০২০ ১৩:০৫

কোভিডের মধ্যে বলিউডে সবচেয়ে বড় লেনদেন এটি। ট্রেড সোর্স বলছে, ‘দুই পক্ষেরই সুবিধা হয় এমন চুক্তি হয়েছে তাদের মধ্যে। রাধে সিনেমাটি বিক্রি হয়েছে ২৩০ কোটি রুপিতে।’

বলিউড ভাইজানের সিনেমা মানেই ধামাকা আর বক্স অফিসে ঝড়। করোনা পরিস্থিতির কারণে সালমানের কোনো সিনেমাই মুক্তি পায়নি। দর্শকরা প্রতীক্ষা করছেন সালমানের রাধে-দ্য মোস্ট ওয়ান্টেড ভাই নামের সিনেমাটির জন্য।

সালমান প্রযোজিত এবং প্রভু দেবা পরিচালিত সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ২০২১ সালের ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রাধে-দ্য মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি নিয়ে বড় বাজি ধরেছেন সালমান খান। সিনেমাটি তিনি বিক্রি করে দিয়েছেন জি স্টুডিওর কাছে। স্যাটেলাইট, ভারত ও ভারতের বাইরে থিয়েট্রিক্যাল রিলিজ, ডিজিটাল এবং মিউজিক স্বত্বসহ সিনেমাটি বিক্রি হয়েছে ২৩০ কোটি রুপিতে।

প্রথমে রাধে-দ্য মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি প্রদর্শনের দায়িত্ব নেয়ার কথা ছিল যশরাজ ফিল্মসের। প্রতিষ্ঠানটি কমিশন সিস্টেমে ভারত ও ভারতের বাইরে সিনেমাটির ডিস্ট্রিবিউশন করে দিত। কিন্তু এখন আর তা হচ্ছে না। ডিস্ট্রিবিউশনের দায়িত্ব এখন জি স্টুডিওর।

ভারতীয় বিনোদন ভিত্তিক ওয়েবসাইট বলিউড হাঙ্গামা বলছে, কোভিডের মধ্যে বলিউডে সবচেয়ে বড় লেনদেন এটি। ট্রেড সোর্স বলছে, ‘দুই পক্ষেরই (সালমান খান এবং জি স্টুডিও) সুবিধা হয় এমন একটি চুক্তি হয়েছে তাদের মধ্যে। আরও অনেক কিছুই আগামীতে দেখা যাবে।’

যার অংশ হিসেবে সালমানের রেস ৩, ভারত এবং দাবাং ৩ সিনেমা তিনটি দেখা যাবে জি স্টুডিওর ওটিটি প্ল্যাটফর্মে।

রাধে-দ্য মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাতে নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি। খল চরিত্রে আছেন রানদিপ হুদা এবং পুলিশের চরিত্রে জ্যাকি শ্রোফ।

এ বিভাগের আরো খবর