ওভার দ্য টপ বা সংক্ষেপে ওটিটি। করোনার সময় অন্য অনেক কিছুর পাশাপাশি এই শব্দটি পরিচিত হয়ে উঠেছে।
ওটিটি কথাটির বদলে আগে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম শব্দটিই বেশি ব্যবহার হতো। সাবস্ক্রিপশনের ভিত্তিতে এসব প্ল্যাটফর্মে চলচ্চিত্র ও ওয়েব সিরিজ থেকে শুরু করে নানা ধরনের ভিডিও কনটেন্ট দেখানো হয়। এসব কনটেন্ট টিভি, কম্পিউটার বা মোবাইলে দেখতে হয়। সব ওটিটি অনলাইন প্ল্যাটফর্ম। কিন্তু সব অনলাইন প্ল্যাটফর্মই ওটিটি না।
দেশে করোনাভাইরাসের কারণে ২৫ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করার পর থেকে ওটিটির প্ল্যাটফর্মে দর্শক বেড়েছে অনেক গুণ। ওটিটিতে সাবস্ক্রিপশন বেড়েছে অনেক। তবে এখন এগুলোয় দর্শক বা সাবস্ক্রিপশন কত, এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
দেশের ওটিটি প্ল্যাটফর্মের কর্মকর্তারা দর্শক বা সাবস্ক্রিপশনের তথ্য দিতে পারেননি নিউজবাংলাকে। তবে সবাই বলেছেন, ওটিটির অবস্থা এখন ভালো।
মার্চ মাসে দেশে সাধারণ ছুটি ঘোষণার পর বন্ধ হয়ে যায় সিনেমা হল। সব ধরনের শুটিং বন্ধ হওয়ায় টিভিতে প্রচার হতে থাকে পুরনো নাটক। ঘরে বসে যারা নতুন কিছু দেখতে চেয়েছেন, তাদের বড় একটি অংশ দেখেছেন সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের কনটেন্ট।
ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম ‘হইচই’ বাংলা কনটেন্টের চাহিদা অনেকটা পূরণ করেছে। দর্শকের আগ্রহ থাকায় হইচই জুলাই মাসে বাংলাদেশের তিনটি সিনেমা দেখার সুযোগ করে দেয় তাদের প্ল্যাটফর্মে।
শুধু তাই নয়, করোনার মধ্যেই হইচই ২৫টি কনটেন্টের ঘোষণা দেয়, যার মধ্যে তিনটি কনটেন্ট নির্মিত হচ্ছে বাংলাদেশে। একটি কনটেন্ট নির্মিত হচ্ছে বাংলাদেশি লেখকের গল্প থেকে।
এসব তথ্য মূলত হইচইতে দর্শক বাড়ার ইঙ্গিত দেয়। হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান নিউজবাংলাকে বলেন, ‘হইচইয়ের দর্শক নিশ্চিতভাবে বেড়েছে, যার প্রমাণ ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘তাকদীর’-এর বিপুল দর্শক প্রতিক্রিয়া।’
দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার প্রথম দিকে ঘরে থেকে ভিডিও ধারণের মাধ্যমে সচেতনতা ও বিনোদন দেয়ার প্রচেষ্টা দেখা গেছে। এগুলোর মধ্যে ধারাবাহিক নাটক ‘নয়নতারা হাউজিং সোসাইটি’, ‘ঘরবন্দী সময়ের গল্প’ অন্যতম।
সে সময় ঘরে থেকেই নাটকগুলো নির্মাণ করেছেন সংশ্লিষ্টরা। এসব নাটক টিভির পাশাপাশি স্থান করে নিয়েছে দেশের ওয়েব প্ল্যাটফর্মেও। নয়নতারা হাউজিং সোসাইটি ওয়েব প্ল্যাটফর্ম বিন্জ-এ এবং ঘরবন্দী সময়ের গল্প বায়োস্কোপের কনটেন্ট। এই দুইটি অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে বিন্জ বেশি আলোচনায় আসে ‘আগস্ট ১৪’, ‘সদরঘাটের টাইগার’ এবং ‘বুমেরাং’ নামের কনটেন্টের মাধ্যমে।
ওটিটি প্ল্যাটফর্ম বিন্জ গত পাঁচ মাসে ২০টি ওয়েব সিরিজ মুক্তি দিয়েছে বলে দাবি করেছেন রেড ডিজিটালের পরিচালক আরমান আহমেদ সিদ্দিকী।
তিনি বলেন, ‘দেশে ওটিটির দর্শক বাড়ার সঙ্গে বিন্জ দর্শকপ্রিয়তা পাচ্ছে বলেই নতুন নতুন অনেক ধরনের কনটেন্ট তৈরির পরিকল্পনা করতে পারছি।’
দেশের আরেক ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমাটিক’। তাদের প্রোডাকশন ইরিনা এরই মধ্যে মুক্তি পেয়েছে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘ট্রল’, ‘বিলাপ’, ‘ডেভিল’।
‘সিনেমাটিক’ অ্যাপের মূল প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস লিমিটেডের পরিচালক তামজীদ অতুল বলেন, “আমাদের অ্যাপের সাবস্ক্রিপশন সিস্টেম সহজ করাটা জরুরি ছিল। সেটা হয়ে গেছে। তাই দর্শকরা এখন সহজেই সিনেমাটিকের সঙ্গে যুক্ত হতে পারছেন। এর মধ্যে আমাদের ‘ইরিনা’ কনটেন্টটি অনেক জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি এর পরের কনটেন্টগুলোও দর্শকেরা পছন্দ করবে।”
দেশের অন্যতম নামকরা ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গবিডি’। এই প্ল্যাটফর্মটিতে নতুন নতুন সিনেমা দেখতে পাচ্ছেন দর্শকেরা। শাকিব খানের সিনেমাসহ দেশের বাইরের সিনেমাও রয়েছে এই সাইটে। এই বিনিয়োগ নতুন দর্শকদের জন্যই।
বঙ্গবিডির ডেপুটি হেড অফ কনটেন্ট ভাস্কর আবেদীন বলেন, ‘করোনার জন্য বেড়েছে মানুষের ঘরে বসে বিনোদন নেয়ার অভ্যাস। বঙ্গবিডির সাবস্ক্রাইবার এবং দর্শক বেড়েছে। তাই আমরাও দর্শকদের জন্য কিছু চমক নিয়ে আসার চেষ্টা করছি। নতুন বছরের মাঝামাঝি সময়ে এসব চমকের ঘোষণা আসবে আশা করি।’
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জি-ফাইভ’। করোনার মধ্যে এ দেশে তাদের প্রযোজনা বেড়েছে। দেশের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে নির্মিত হচ্ছে তাদের ‘কনট্রাক্ট’ এবং ‘হোয়াট দ্য ফ্রাই’ নামের কনটেন্ট। ওটিটিতে দর্শক বেড়েছে বলে প্ল্যাটফর্মটির এই পরিকল্পনা।
নির্মাতা, শিল্পী, কলাকুশলীরাও ওটিটির পেশাদারিত্ব নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিনেমাটিক অ্যাপের জন্য গোলাম সোহরাব দোদুলের বানানো ‘ডার্করুম’ এবং ‘ছক’ মুক্তি পাবে জানুয়ারিতে।
দোদুল বলেন, ‘ওটিটিতে এখন অনেকেই ঝুঁকছেন। কারণ এখানে সেই প্রফেশনালিজমটা আছে।’
হইচই এবং জি-ফাইভের জন্য কাজ করেছেন নির্মাতা কৃষ্ণেন্দু ভট্টাচার্য।
নির্মাতারা কাজের আর্থিক মূল্য কেমন পাচ্ছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত লেনদেনটা যেমন হচ্ছে, সেটা ভালো। এভাবে এগিয়ে যেতে পারলে ওটিটিকে আগামীর প্ল্যাটফর্ম বলা যাবে। তবে যদি এই প্রফেশনালিজম না থাকে তাহলে টিভি নাটকে যে সংকট, ওটিটিও সেই সংকটে পড়বে।’
দর্শক আগ্রহের কারণে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো অভিনয় করেছেন ওয়েব সিনেমায়। সিনেমার নাম ‘নবাব এলএলবি’। এটি মুক্তি পেয়েছে আই থিয়েটারে।
করোনা না থাকলেও প্ল্যাটফর্মের কনটেন্ট কোয়ালিটি এবং সহজলভ্যতা দর্শককে আরও আগ্রহী করে তুলবে ওটিটির প্রতি। সে অনুযায়ী প্রত্যেকটি প্ল্যাটফর্মই এখন ব্যস্ত নতুন বছরের পরিকল্পনা ও দর্শকদের ভালো কনটেন্ট দেয়ার প্রতিযোগিতায়।