শিশুশিল্পী দীঘি এখন আর শিশুশিল্পী নেই। তিনি বড় হয়েছেন। ক্যামেরায় দাঁড়িয়েছেন নায়িকার ভূমিকায়। বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন। কলেজ পড়ুয়া এই অভিনেত্রীর সময়টা ভালোই কাটছে।
কিন্তু আজকের দিনটি তার জন্য কষ্টের। কারণ আজ ২৯ ডিসেম্বর তিনি হারিয়েছেন তার মাকে। দীঘির মা দোয়েল। তিনিও ছিলেন চলচ্চিত্রের অভিনেত্রী।
১৯৮২ সালে চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত চন্দ্রনাথ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন দোয়েল। তারপর অনেকটা পথ পাড়ি দিয়েছেন। কিন্তু মেয়ের পথের সঙ্গী হতে পারেননি তিনি।
নয় বছর আগে আজকের এই দিনে মারা যান দীঘির মা দোয়েল। মাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন দীঘি। দীঘি ফেসবুকে মায়ের সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন।
সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আজ আমার মায়ের নবম মৃত্যুবার্ষিকী। নয় বছর ধরে মা আমাদের সঙ্গে নেই। আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করি…. তোমাকে ভালোবাসি মা। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
দীঘির বাবা শাহরুখ ফারদিন সুব্রত। তিনিও একজন অভিনেতা। সিনেমাতেই তিনি বেশি অভিনয় করেন।