অনেকদিন ধরেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার নতুন সিনেমা নেই। মুলত করোনা পরিস্থিতির কারণে পরিণীতি অভিনীত নতুন একটি সিনেমার মুক্তি আটকে আছে। মুক্তি প্রতীক্ষিত সেই সিনেমাটি হলিউডের দ্য গার্ল অন দ্য ট্রেন এর হিন্দি রিমেক। এটি পরিচালনা করেছেন ঋভু দাসগুপ্ত।
এই পরিচালকেরই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরিণীতি চোপড়া। নাম চূড়ান্ত না হওয়া সিনেমায় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সিনেমার শুটিং শুরু হবে আগামী মার্চ মাসে। এখন চলছে লোকেশন দেখার কাজ।
সিনেমাটি প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি নিয়ে বেশি কিছু জানা যায়নি। তবে প্রোডাকশন হাউসের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, ভারত-পাকিস্তানের প্রেক্ষাপটে তৈরি হবে সিনেমাটি। এর সঙ্গে থাকবে নারীর এগিয়ে যাওয়ার গল্পও।
কলকাতার নামকরা পরিচালক বিরসা দাসগুপ্তর ভাই ঋভু দাসগুপ্ত। পরিচালক নায়িকা জুটির প্রথম সিনেমা মুক্তি না পেতেই দ্বিতীয় সিনেমার ঘোষণা! এখন দেখার পালা দ্বিতীয় সিনেমা কবে মুক্তি পায়।