ইরফান খান নেই, কিন্তু তার কাজ রয়ে গেছে। যার মধ্যে অন্যতম স্লামডগ মিলিয়নিয়ার, দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান, লাইফ অব পাই, জুরাসিক ওয়ার্ল্ড, ইনফার্নো, পান সিং তোমার। এই সিনেমাগুলো সবাই দেখেছেন। আর যেটি দেখেননি সেটি হলো দ্য সং অফ স্করপিয়নস।
২০১৭ সালে সুইজারল্যান্ডের ৭০তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। অনুপ সিং পরিচালিত এ সিনেমাকে এখন পর্যন্ত ইরফান খানের শেষ সিনেমা বলা যায়।
দ্য সং অফ স্করপিয়নস সিনেমায় ইরফান খান অভিনয় করেছেন একজন উট ব্যবসায়ীর চরিত্রে।
এ সিনেমায় ইরফানের লুক প্রথম সামনে আনেন তার বড় ছেলে বাবিল। ইরফানের মৃত্যুর দুই মাস পর নিজের ইনস্টাগ্রামে সিনেমাটির একটি ছবি প্রকাশ করেন তিনি।
ছবিতে দেখা যায় মরুভূমির প্রান্তরে একটি উটের সামনে বসে আছেন ইরফান খান।
সিনেমাটি ভারতে মুক্তির খবর জানিয়ে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন বাবিল। ভিডিওতে লেখা, ‘জাদুকরকে পর্দায় শেষ বারের মতো দেখার সুবর্ণ সুযোগ।’
ইরফানের শেষ সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন ওয়াহিদা রহমান ও ইরানি অভিনেত্রী গোলশিফতেহ ফারাহানি। সিনেমাটি ২০২১ সালে মুক্তি পাবে।
চলতি বছর এপ্রিলের ২৯ তারিখে ক্যানসারের সঙ্গে লড়াই করে মৃত্যু হয় এ তারকার।