দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত বাংলাদেশের প্রথম সিনেমা কমান্ডো। ২৫ ডিসেম্বর প্রকাশ পেয়েছিল সিনেমাটির টিজার। টিজারটি দেখে ধারণা করা হয়, সিনেমাটি হবে জঙ্গিবাদ নিয়ে।
টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
সমালোচকরা বলছেন, বিশ্বব্যাপী ইসলাম নিয়ে যে বহু পর্যায়ের ষড়যন্ত্র চলছে কমান্ডোর টিজারটি তারই অংশ।
সোমবার রাতে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার ইউটিউব চ্যানেল থেকে টিজারটি সরিয়ে নেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক শামীম আহমেদ রনি। সেই সঙ্গে দুঃখও প্রকাশ করেছেন তিনি।
রনি ফেসবুকে লেখেন, ‘আমি বা আমার প্রযোজকের কোনো উদ্দেশ্য ছিল না পবিত্র কলেমা কিংবা ইসলামের অবমাননা। পুরো ছবিটা দেখলে সবাই বুঝতে পারতো আমরা ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই দেখিয়েছি। বরং যারা অপব্যাখ্যা করে ছবিটা তাদের বিরুদ্ধে।
কমান্ডো সিনেমার শুটিং সেটে
‘তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় আমি, আমার টিম দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা চাইছি।’
যারা টিজারটি ডাউনলোড করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন, সেখান থেকে টিজারটি রিমুভ করে দেয়ার অনুরোধ করেছেন শামীম আহমেদ রনি। শিগগিরই টিজারটি নতুন করে সম্পাদনা করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।