বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অক্ষয় কুমারের পারিশ্রমিক হবে ১৩৫ কোটি রুপি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ১৮:৫৮

অক্ষয়ের সিনেমা গড়ে ব্যবসা করে ২০০ কোটি রুপি বা তার একটু বেশি। তাই অক্ষয়কে ১৩৫ কোটি টাকা দিতে সমস্যা নেই প্রযোজকদের।

বছরের প্রত্যেকদিন কাজ করেন, এমন মানুষ খুঁজতে গেলে তার নাম আসবে সবার প্রথমে। তিনি বলিউড খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। সিনেমার শুটিং তো আছেই, এছাড়া নানা কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন এ অভিনেতা।

কোনো কাজ না থাকলে তিনি ব্যস্ত থাকেন স্ক্রিপ্ট পড়ার কাজে। ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট বলিউড হাঙ্গামার গবেষণা অনুযায়ী ২০২১ সালে অক্ষয় কুমারের কোনো সিডিউল ফাঁকা নেই। ২০২২ সালে যারা অক্ষয়কে নিয়ে কাজ করতে চাচ্ছেন, অক্ষয়কে পেতে তাদের খরচ করতে হবে ১৩৫ কোটি রুপি।

প্রচণ্ড ব্যস্ত এ অভিনেতার শেষ কয়েক মাসের পারিশ্রমিক ৯৯ কোটি রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৮ কোটি রুপিতে। আর বর্তমানে তার পরিমাণ ১১৭ কোটি রুপি।

সেই হিসেবে ২০২২ সালে অক্ষয় কুমার অভিনীত সিনেমার প্রোডাকশন বাজেট হবে ৩৫ থেকে ৪০ কোটি রুপি। প্রচারণা বাবদ খরচ হবে ১৫ কোটি। এর সঙ্গে অক্ষয়ের পারিশ্রমিক যোগ করলে সিনেমার বাজেট দাঁড়াবে ১৮৫ থেকে ১৯৫ কোটি রুপিতে।

এই খরচ আবার উঠে আসবে বেশ ভালোভাবেই। সাধারণত অক্ষয়ের সিনেমার স্যাটেলাইট স্বত্ব থেকে পাওয়া যায় ৮০ থেকে ৯০ কোটি, সংগীতের স্বত্ব বিক্রি হয় ১০ কোটিতে, সিনেমা হল থেকে পাওয়া যায় ৯৫-১০০ কোটি রুপি। সবমিলিয়ে সিনেমাটি ব্যবসা করে ২০০ কোটি বা তার একটু বেশি। তাই অক্ষয়কে ১৩৫ কোটি টাকা দিতে সমস্যা নেই প্রযোজকদের।

এ বিভাগের আরো খবর