বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন ২৭ ডিসেম্বর। রোবাবর তিনি পা দিয়েছেন ৫৫ তে। বিগত সময়ে জন্মদিন জাঁকজমকভাবে পালন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে খান পরিবারে ছিল না কোনো আয়োজন।
জন্মদিনে আয়োজন না থাকলেও ভক্তদের খুশির খবর দিতে ভোলেননি সাল্লু ভাই। না, বিয়ের খবর নয়, নিজের সিনেমা মুক্তির কথা জানালেন সালমান খান।
চলতি বছর ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল সালমানের নতুন সিনেমা রাঁধে। কিন্তু করোনা মহামারির কারণে সিনেমা হলগুলো বন্ধ থাকায় কোনো সিনেমাই মুক্তি পায়নি।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আগামী ঈদে রাঁধে সিনেমাটি মুক্তি পেতে পারে।
জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক প্রভু দেবা পরিচালনা করেছেন রাঁধে সিনেমাটি। সালমান ও প্রভু দেবা এর আগে ভক্তদের উপহার দিয়েছেন ওয়ান্টেড ও দাবাং য়ের মতো ব্যবসা সফল সিনেমা।
সিনেমা মুক্তির কথা জানালেও ভক্তদের স্বাস্থ্যবিধি নিয়ে চিন্তিত সালমান। তিনি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন তার সিনেমা।
করোনা ভাইরাসের কারণে এ বছর নিজের জন্মদিনে ভক্তদের জমায়েত না হওয়ার অনুরোধ করেছিলেন তিনি। বাড়ির সামনে যেন মানুষের ভিড় না হয়, তাই নোটিশ ঝুলিয়ে শহর থেকে দূরে ছিলেন তিনি।