বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঋত্বিকের ২৫তম সিনেমা ‘ভিক্রম ভেদা’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ১০:২৭

ঋত্বিক রোশন প্রথমে রাজি না হলেও এখন শোনা যাচ্ছে আমির খানের বদলে তিনিই অভিনয় করবেন ‘ভিক্রম ভেদা’ সিনেমার রিমেকে। এটি হতে যাচ্ছে ঋত্বিকের ২৫তম সিনেমা। এ সিনেমায় ঋত্বিক ছাড়া আরও অভিনয় করবেন সাইফ আলী খান।

ভারতের তামিল সিনেমা থেকে বলিউডে অনেক সিনেমাই রিমেক করা হয়। ২০১৭ সালের তেমন একটি তামিল সিনেমা ভিক্রম ভেদা। সিনেমাটির দুই পরিচালক গায়েত্রী ও পুস্কর মিলেই এবার বানাবেন সিনেমাটির হিন্দি রিমেক।

অ্যাকশন-ক্রাইমধর্মী সিনেমাটির বলিউড রিমেকে অভিনয় করার কথা ছিল অভিনেতা আমির খানের। কিন্তু তিনি পিছপা হয়েছেন এ সিনেমা থেকে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, আমির খানকে এ সিনেমার জন্য নির্বাচন করার আগে ঋত্বিক রোশনকে বলা হয়েছিল।

ঋত্বিক রোশন প্রথমে রাজি না হলেও এখন শোনা যাচ্ছে আমির খানের বদলে তিনিই অভিনয় করবেন ভিক্রম ভেদা সিনেমার রিমেকে। এটি হতে যাচ্ছে ঋত্বিকের ২৫তম সিনেমা। এ সিনেমায় ঋত্বিক ছাড়া আরও অভিনয় করবেন সাইফ আলী খান।

ঋত্বিক রোশন এবার পুরোদমে কাজে ফিরেছেন। তার হাতে আছে বেশ কিছু চমকপ্রদ কাজ। অনলাইন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো কাজ করছেন তিনি। নাইট ম্যানেজার নামে ডিজনি প্লাস হটস্টারের জন্য একটি কন্টেন্টে কাজ করছেন তিনি।

নাইট ম্যানেজারে তাকে একই সঙ্গে সম্পূর্ণ বিপরীত দুইটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটি হলো পরিপাটি ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলা ও আরেক দিকে আগাগোড়া একজন রকস্টারের চরিত্র।

এ ছাড়াও তার হাতে আছে কৃশ ৪, সিদ্ধার্থ আনন্দর ফাইটার্স ও ওয়ার সিনেমার কাজ।

এ বিভাগের আরো খবর