দামাল সিনেমায় মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন সিয়াম। সিনেমায় তার চরিত্রের নাম দুর্জয়। চরিত্রটি নিয়ে বেশি কিছু প্রকাশ করেননি সংশ্লিষ্টরা। তবে সম্প্রতি সিয়ামের একটি ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেখানে সিয়ামকে পাওয়া গেছে রাইফেল কাঁধে। ধারণা করা হচ্ছে এটি তার মুক্তিযোদ্ধা চরিত্রের লুক। ছবিটি শেয়ার করেছেন সিয়াম নিজেই। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'আপনাদের সামনে নিয়ে এলাম দামাল সিনেমার দুর্জয়কে।'
স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে দামাল ছবিটি। গল্পের রেশ থাকবে বর্তমানের নারী ফুটবল দল পর্যন্ত। তাই সিনেমায় থাকছে ১৯৭১ এবং বর্তমান সময়ের গল্প।
সিয়ামকে ফুটবলার চরিত্রে দেখা যাবে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেন নি অভিনেতা ও পরিচালক। চলতি মাসের প্রথম দিকে উত্তরবঙ্গে হয়েছে সিনেমার অধিকাংশ অংশের শুটিং।
সিনেমায় আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শরিফুল রাজ, শাহনাজ সুমি, নাজমুস সাকিব, সামিয়া অথৈ, পূজা ক্রুজ, সারওয়াত আজাদ বৃষ্টি।
ছবিটির গল্পকার ফরিদুর রেজা সাগর। চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা এবং রায়হান রাফি। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি।