বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিমের বছর শুরু ‘হোয়াট দ্য ফ্রাই’ দিয়ে

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২০ ১৬:০৭

ওয়েব সিরিজটির মুক্তির তারিখও জানিয়ে দেয়া হয় পোস্টারে। ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে ৯ জানুয়ারি মুক্তি পাবে ফিল্মটি।

বিদ্যা সিনহা মিম নতুন বছর শুরু করছেন ‘হোয়াট দ্য ফ্রাই দিয়ে’। ভাবছেন এটা আবার কী?

মিম অভিনীত ওয়েব ফিল্ম হোয়াট দ্য ফ্রাই। অনম বিশ্বাসের পরিচালনায় ৪০ মিনিটের ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।

শুক্রবার ২৫ ডিসেম্বর প্রকাশ হয় ফিল্মের পোস্টার। পোস্টারে দেখা যায় মিম ও ফিল্মের আরেক অভিনেতা জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম হাসান মুখোমুখি দাঁড়িয়ে।

ফেসবুকে পোস্টারটি শেয়ার করে মিম লিখেছেন, ‘২০২০ বছরটাই একটা WTFry!

অদ্ভুত, অনর্থক, অঘটনময় অভিজ্ঞতার এক উষ্ণ গল্প দিয়ে শুরু হোক নতুন বছর।’

ওয়েব সিরিজটির মুক্তির তারিখও জানিয়ে দেয়া হয় পোস্টারে। ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম জি ফাইভে ৯ জানুয়ারি মুক্তি পাবে ফিল্মটি।

ফিল্মটিতে মিমকে দেখা যাবে নায়িকার চরিত্রে। প্রীতম হাসানকে দেখা যাবে সাধারণ মানুষের চরিত্রে।

এ ফিল্মে মিম ও প্রীতম ছাড়াও আছেন কন্টেন্ট ক্রিয়েটর সাকিব বিন রশীদ ও অভিনেতা ইরেশ যাকের।

সাকিব বিন রশীদ প্রথম বারের মতো অভিনয় করছেন।

হোয়াট দ্য ফ্রাইয়ের গল্প লিখেছেন অনম বিশ্বাস, কায়েনাত আহমেদ ও সানিয়াত হোসেন। চিত্রনাট্য করেছেন অনম বিশ্বাস ও কায়েনাত আহমেদ।

এ বিভাগের আরো খবর