গুণী অভিনেতা আব্দুল কাদেরকে সমাহিত করা হবে রাজধানীর বনানী কবরস্থানে। তার মায়ের কবরের ওপর তাকে সমাহিত করা হবে।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্দুল কাদেরের মরদেহ নেয়া হয়েছে শিল্পকলা একাডেমিতে। বেলা ৩টা থেকে মাগরিবের আগ পর্যন্ত সেখানেই রাখা হবে তাকে। মাগরিবের পর বনানীতে দ্বিতীয় জানাজার পর হবে তার দাফন।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে মৃত্যু হয় গুণী এই অভিনেতার। মিরপুর ডিওএইচএস জামে মসজিদে জোহরের নামাজের পর তার প্রথম জানাজা হয়।
চলতি মাসের শুরুতে অসুস্থ হলে কাদেরকে ভারতের চেন্নাইয়ের ভেলোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা তার ক্যানসার আক্রান্তের খবর জানান পরিবারকে।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে আক্রান্ত হন করোনাভাইরাসে।
এরপর তাকে ভর্তি করানো হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। হঠাৎ অবস্থার অবনতি হলে শুক্রবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয় তাকে।
খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাদেরের বয়স হয়েছিল ৬৯ বছর। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।