সুবর্ণা মুস্তাফা স্মৃতিচারণে বলেন, ‘যেদিন ফ্লাইট ঠিক তার আগের দিন দরজায় নক। দরজা খুলে দেখি কাদের ভাই। তার হাতে একটি ইনস্ট্যান্ট ক্যামেরা।’
গুণী অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী নাট্যাভিনেতারা। তাদের এক জন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
কাদেরকে নিয়ে স্মৃতিচারণ করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘১৯৮৬ সালের কথা। আমি আর ফরিদী ইন্ডিয়া যাব ঘুরতে। যেদিন ফ্লাইট ঠিক, তার আগের দিন দরজায় নক। দরজা খুলে দেখি কাদের ভাই। তার হাতে একটি ইনস্ট্যান্ট ক্যামেরা। সেই ক্যামেরা আমাদের দিয়ে বললেন, ইন্ডিয়া যাবা সুন্দর সুন্দর জায়গা দেখবা আর ছবি তুলবা।
‘আমাদের তখন কোনো ক্যামেরা ছিল না, সেটা কাদের ভাই কীভাবে জানলেন, তা এখনও আমার অজানা। সেই স্মৃতিটি এখনো আমার কাছে প্রচণ্ড ভালোবাসার।’