দেশের টিভি নাটকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোথাও কেউ নেই। নাটকের জনপ্রিয় চরিত্র বাকের ভাই। আর তার সাগরেদ বদি ও মজনু। সেই বদি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান আব্দুল কাদের।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে মৃত্যু হয়েছে আব্দুল কাদেরের। কোথাও কেউ নেই নাটকে তার সহকর্মী মজনু চরিত্রে অভিনয় করেছিলেন লুৎফর রহমান জর্জ। তিনি বদি চরিত্রের কিছু গল্প ও ব্যক্তি আব্দুল কাদেরকে নিয়ে কথা বলেছেন নিউজবাংলার সঙ্গে।
‘৩৫ বছর ধরে চিনি কাদের ভাইকে। আমি নাট্য সংগঠন থিয়েটারের সদস্য ছিলাম আর নাগরিক নাট্যদলে ছিলেন কাদের ভাই। তাই মঞ্চে বা মঞ্চের বাইরে তার সঙ্গে দেখা হতো, কথা হতো, এইটুকুই।
আমার অভিনীত প্রথম টিভি নাটক কোথাও কেউ নেই। সেই নাটকে অভিনয় করতে গিয়ে দেখলাম, জানলাম কাদের ভাইকে।
প্রচণ্ড প্রাঞ্জল মানুষ। যখন যেখানে থাকতেন, সেখানটা একদম নিজের করে নিতেন। কোথা থেকে যে এমন সব গল্প পেতেন! কোথা থেকে এমন সব শব্দ নিয়ে আসতেন! আমরা সবাই তার সঙ্গ উপভোগ করতাম।
লক্ষ করলে দেখবেন কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রের পোশাকগুলো একটু অন্যরকম, সাধারণ না। তার পোশাক কখনও একটু হাস্যরসের, কখনও বেশ স্মার্ট, গলায় বড় চেইন, সানগ্লাস। এগুলো কিন্তু কাদের ভাই নিজেই নিয়ে আসতেন।
গলার চেইন, লকেট, প্লাস্টিকের সাপ-এসব প্রপস তিনি প্রথমে হুমায়ূন আহমেদকে দেখাতেন। হুমায়ূন ভাইও সেই প্রপসগুলো কাজে লাগানোর চেষ্টা করতেন।
কাজ করতে গিয়ে কাদের ভাইকে আমরা দুইভাবে পেয়েছি। যখন তাকে থিয়েটারে-মঞ্চে দেখতাম, তখন মনে হতো তিনি একটা প্যাটার্নে অভিনয় করছেন। পরে বুঝেছি যে, হ্যাঁ, আসলেই তার অভিনয়ের প্যাটার্ন ছিল। কিন্তু কোথাও কেউ নেই নাটকে তিনি সেসব প্যাটার্ন ভেঙে ফেলেছিলেন। বলা যায় যে, নিজেকে ভেঙে বদি চরিত্রটি বের করেছেন তিনি।
কষ্ট হচ্ছে, কাদের ভাই চলে গেলেন। বাকের ভাই, বদি ভাই আর আমি মজনুর মধ্যে থাকল আর দুই জন। সবাই যেন ভালো থাকে এই প্রার্থনা করি।’