ক্যানসারের কাছে হার মানলেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের।
শনিবার সকাল আটটা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান ৬৯ বছর বয়সী এই অভিনেতা। তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি নিউজবাংলাকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন কাদের।
খ্যাতিমান এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল তিনটায় কাদেরের মরদেহ নেয়া হবে শিল্পকলা অ্যাকাডেমিতে।
চলতি মাসের শুরুতে অসুস্থ হলে কাদেরকে ভারতের চেন্নাইয়ের ভেলোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা কাদেরের ক্যানসার আক্রান্তের খবর জানান তার পরিবারকে।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে আক্রান্ত হন করোনাভাইরাসে।
এরপর ভর্তি করানো হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। হঠাৎ অবস্থার অবনতি হলে শুক্রবার নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) নেয়া হয় তাকে।
হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’ এ অভিনয়ের মাধ্যমে খ্যাতি পান এই অভিনেতা। এরপর থেকে অগণিত নাটকে দেখা গেছে তাকে। ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্র করেও জনপ্রিয়তা পান তিনি।
হানিফ সংকেত উপস্থাপিত ম্যাগাজিনমূলক অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত মুখ ছিলেন কাদের। অভিনয় করতেন মামা চরিত্রে।