সঞ্জয় লীলা বানসালির সিনেমা নিয়ে সমস্যা তৈরি হওয়া একটা নিয়মে পরিণত হয়েছে। এই পরিচালকের পদ্মাবত সিনেমা মুক্তি নিয়ে সমস্যা হয়েছিল পুরো ভারতে।
রাজপুত সম্প্রদায় সিনেমাটির মুক্তি ঠেকাতে করেছিল মামলা; দিয়েছিল হত্যার হুমকি। তবে শেষ পর্যন্ত মুক্তি পায় পদ্মাবত।
সঞ্জয় লীলা বানসালি এখন শুটিং করছেন তার নতুন সিনেমা গাঙ্গুবাই কাথিয়াওয়াড়িয়ের। এটি গাঙ্গুবাইয়ের বায়োপিক। এতে মূল চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।
এবার এ সিনেমা তৈরির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে গাঙ্গুবাইয়ের পরিবার। পরিবারটি অভিনেত্রী আলিয়া ভাট, পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও লেখক হোসেন জায়দির বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, সিনেমাটিতে ভুল জীবনকাহিনি তুলে আনা হচ্ছে।
সিনেমার দৃশ্যধারণ এখনও শেষ হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ৭ জানুয়ারি মুম্বাই সিভিল কোর্টে হাজিরা দিতে হবে অভিনেত্রী আলিয়া, পরিচালক সঞ্জয় ও লেখক জায়দিকে।
হোসেন জায়দির লেখা ‘মাফিয়া কুইন্স অফ মুম্বাই’ অবলম্বনে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সিনেমাটি নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। গাঙ্গুবাই ছিলেন নামকরা মাফিয়া কুইন। মুম্বাইয়ের সব মাফিয়ার সঙ্গে ওঠাবসা ছিল তার। ৫০০ টাকায় গাঙ্গুবাইকে বিক্রি করে দিয়েছিলেন তার স্বামী। তার পর তাকে যৌনকর্মীর কাজও করতে হয়েছে।
জানা গেছে, অজয় দেবগনকে অতিথি চরিত্রে দেখা যাবে এই সিনেমায়।