দেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রথম বার অভিনয় করছেন সৃজিতের নির্দেশনায়। ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি তে কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরীর চরিত্রে অভিনয় করছেন বাঁধন। সিরিজের শুটিং শুরু হওয়ার আগ থেকেই নাকি সৃজিতের বকা খাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন বাঁধন। তিনি বলেন, ‘শুটিং শুরু হওয়ার আগে থেকেই সৃজিত আমাকে বকা দিচ্ছেন। এখন শুটিং চলছে, সেখানেও বকা খাচ্ছি। তারপরও আমি সৃজিতের কাছে কৃতজ্ঞ এই চরিত্রে আমাকে ভাবার জন্য।’
মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৃজিত। বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচালক সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তার চরিত্রগুলোকে।
অনুষ্ঠানে বাঁধন কাজটির সঙ্গে যুক্ত হওয়ার গল্প শোনান। তিনি বলেন, ‘মহামারি শুরু হওয়ার কিছুদিন পরেই কাজটির প্রস্তাব আসে আমার কাছে। প্রথমদিকে আমি মুশকান জুবেরী চরিত্রটি করার ব্যাপারে কনফিডেন্ট পাচ্ছিলাম না। নিজের ওপরই বিশ্বাস আনতে পারছিলাম না। ধীরে ধীরে সেগুলো ঠিক হয়েছে।’
অনির্বাণ ভট্টাচার্য, বাঁধন ও অঞ্জন দত্ত
ওয়েব সিরিজে অঞ্জন দত্ত অভিনয় করছেন খরাজ খাসনবিশ চরিত্রে, রাহুল বোসকে দেখা যাবে নিরুপম চন্দ চরিত্রে। আতর আলী চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য এবং ওসি তপন শিকদার চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী।
সৃজিতের সঙ্গে সপ্তমবারের মতো কাজ করছেন অনির্বাণ ভট্টচার্য। সাতটি সিনেমাতেই ভিন্ন লুকে এবং ভিন্ন চরিত্রে দেখা গেছে অনির্বাণকে। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। কাচা-পাকা দাড়ি লাগিয়ে পর্দায় হাজির হবেন অনির্বাণ। কথা বলবেন এদেশের কথা বলার ভঙ্গিতে।
অনির্বাণ চক্রবর্তী ও রাহুল বোস
অনির্বাণ বলেন, ‘আতর আলী চরিত্রে অভিনয়ের কথা ছিল চঞ্চল চৌধুরীর। কিন্তু পরে চরিত্রটি এলো আমার কাছে। চরিত্রটি বাংলাদেশের, তাই কথা বলতে হবে বাংলাদেশির মতো। এই কাজে আমাকে সাহায্য করেছেন চঞ্চল চৌধুরী। ভয়েস মেসেজের মাধ্যমে তিনি আমাকে শিখিয়েছেন কোন উচ্চারণ কেমন।’
ওয়েব সিরিজটিতে কারা অভিনয় করবেন তা নিয়ে প্রথম থেকেই ছিল নানা গুঞ্জন ছিল। সৃজিত মজা করে বলেন, ‘এর কাস্টিং প্রসেস নিয়ে আরেকটা সিনেমা হতে পারে।’
গল্পে সৃজিত জানান মুশকান জুবেরী চরিত্রের জন্য তার প্রথম পছন্দই ছিল বাঁধন। তাকে না পাওয়ার পর কলকাতায় পাওলি দামের সঙ্গে কথা বলেন সৃজিত। কিন্তু পাওলিও আর সময় দিতে পারেনি। পরে আবার বাঁধনকেই পেয়েছেন পরিচালক।
উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র নূরে ছফা। কিন্তু ওয়েব সিরিজে এই চরিত্রটি পাওয়া যাবে না। এর পরিবর্তে নিরুপম চরিত্রকে দেখা যাবে সিরিজে। আর এই চরিত্রে অভিনয় করছেন রাহুল বোস।
চরিত্র পরিবর্তনের ব্যাপারে উপন্যাসের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘চরিত্র পরিবর্তনের ব্যাপারটি আমি জানি। আমাকে জানিয়েই তারা এই কাজটি করেছে। আসলে উপন্যাস অপলম্বনে কিছু নির্মাণ করতে গেলে অনেক কিছুই বাদ দিতে বা যোগ করতে হয়। এটা তারই অংশ।’
নতুন বছরের প্রথম দিকেই সিরিজটি আসবে হইচইতে। তারিখ এখনও চূড়ান্ত না। হইচইতে এটাই সৃজিতের প্রথম কাজ।