বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জানুয়ারিতে আসছে বিদেশি ওটিটির দেশি কনটেন্ট

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২০ ১৬:০৩

নতুন বছরের প্রথম দুই সপ্তাহের মধ্যেই ওটিটি দুটি থেকে বাংলাদেশে প্রযোজনার আনুষ্ঠানিক ঘোষণা আসবে। শুরু হয়ে গেছে কনটেন্ট নির্মাণের কাজ।

বিদেশি আরও দুটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পাবে দেশীয় কনটেন্ট। ওটিটি দুটি হলো আড্ডা টাইমস এবং ইরোজনাও। এই দুটি ওটিটি থেকে জানুয়ারিতেই বাংলাদেশ অরিজিনালের ঘোষণা আসার কথা রয়েছে।

এলবিসি প্রতিষ্ঠানের হেড অফ মার্কেটিং নুসরাত জারিন নিউজবাংলাকে এসব কথা জানান। আড্ডা টাইমস এবং ইরোজনাও ওটিটি দুটির বাংলাদেশে মার্কেটিং, প্রোডাকশন ডিজাইন এবং ডিস্ট্রিবিউশন করছে এলবিসি।

নুসরাত জারিন বলেন, ‘আড্ডা টাইমস এবং ইরোজনাও ওটিটি দুটিকে নিয়ে বাংলাদেশে কাজ করছি আমরা। এই ওটিটি দুটিতে দেশের কনটেন্ট মুক্তি পেলে একশ পঞ্চাশটিরও বেশি দেশের দর্শক সেটি দেখতে পাবেন। এটা একটা বড় সুযোগ হবে দেশের জন্য।’

এলবিসির অপারেশন অ্যান্ড সেলসের প্রধান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘নতুন বছরের প্রথম দুই সপ্তাহের মধ্যেই ওটিটি দুটি থেকে বাংলাদেশে প্রযোজনার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

ফেলুদা ফেরত ওয়েব সিরিজের পোস্টার

বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শুক্রবার আড্ডা টাইমসে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ফেলুদা ফেরত ওয়েব সিরিজ। মূলত সেই ঘোষণা দিতেই অনুষ্ঠানের আয়োজন করে এলবিসি।

ছিন্নমস্তার অভিশাপ প্রথমবাররে জন্য প্রদর্শিত হতে যাচ্ছে পর্দায়। সেই সঙ্গে প্রথমবারের মতো সিরিজে ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন টোটারায় চৌধুরী। ফেলুদা, তপেস আর জটায়ুর সঙ্গে ১৯৭৭ সালে সুত্রপাত হয়েছিল ছিন্নমস্তার অভিশাপ গল্পের।

এ বিভাগের আরো খবর