বাংলাদেশে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম। এসব প্ল্যাটফর্মের জন্য প্রতিনিয়তই নতুন কন্টেন্ট তৈরি করা হচ্ছে।
এসব কাজে যুক্ত আছে দেশের বেসরকারি কিছু প্রতিষ্ঠান; আছে বিদেশি ওটিটি প্ল্যাটফর্মগুলোও। এসব প্ল্যাটফর্ম কীভাবে কাজ করবে ও কী ধরনের কন্টেন্ট দেখাবে- সে বিষয় নীতিমালা করতে যাচ্ছে সরকার।
এর অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপনসহ বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনের বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়।
২২ ডিসেম্বর মঙ্গলবার কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মিজান উল আলম। কমিটির সদস্য সচিব করা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-২) রুজিনা সুলতানাকে।
কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন প্রতিনিধি, তথ্য ও যোগাযোগ বিভাগের একজন প্রতিনিধি, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, নাট্যকার তারিক আনাম খান, চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, চলচ্চিত্রকার ও প্রযোজক পিপ্লু আর খান, টিভি ড্রামা ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।
কমিটির সভাপতি তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান নিউজবাংলাকে বলেন, ‘আমাদের প্রথম পদক্ষেপ হবে বিষয়টি নিয়ে সভা করা এবং খসড়া প্রস্তুত করা। অনেকগুলো সভা করতে হবে। আগামী সপ্তাহেই আমরা হয়তো আমাদের প্রথম সভা করব।’