দেশের জনপ্রিয় থ্রিলার উপন্যাস লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। ওয়েব সিরিজটির নামও রাখা হয়েছে উপন্যাসের নামেই।
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম মুশকান জুবেরী। এই চরিত্রে অভিনয় করছেন দেশীয় নাটকের পরিচিত মুখ আজমেরী হক বাঁধন। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম বর্তমান।
প্রতিবেদনে বলা হয়, ‘কলকাতার বর্ধমান-দুর্গাপুর অঞ্চলে এরই মধ্যে ওয়েব সিরিজের কাজ শুরু হয়েছে।’
ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচই-এর ব্যানারে নির্মিত হচ্ছে এটি। হইচইয়ের জন্য এটি সৃজিতের প্রথম কাজ।
এই সিরিজে বাংলাদেশের বেশ কয়েকজন অভিনয়শিল্পীর কাজ করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তাদের নিয়ে দৃশ্যধারণ করা সম্ভব হচ্ছিল না। মুশকান জুবেরী চরিত্রের জন্য দেশের জয়া আহসান, পরীমনির নাম শোনা গিয়েছিল।
তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মুশকানের চরিত্রে অভিনয় করছেন বাঁধন। বেশ অনেক দিন তিনি কাজ করছিলেন না ছোট পর্দার জন্য। বড় পর্দাতে কাজ করার ইচ্ছা থাকলেও তা মনমতো হচ্ছিল না। এবার ওয়েবে কাজ শুরু করলেন, তাও আবার কলকাতায়।
সিরিজের বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন সংগীতশিল্পী, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। সিরিজের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ অনেকে।
সৃজিতের প্রথম ওয়েব কনটেন্ট ফেলুদা ফেরত বড়দিনে মুক্তি পেতে যাচ্ছে।