বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডাক্তার হচ্ছেন আয়ুষ্মান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ ডিসেম্বর, ২০২০ ১৮:০৭

কমেডি সিনেমা আসছে জাংলী পিকচার্সের ব্যানারে। সিনেমার নাম ডক্টর জি। এ চরিত্রের মধ্য দিয়ে আয়ুষ্মান খুরানা প্রথম বারের মতো ডাক্তারের ভূমিকায় অভিনয় করবেন।

বার্লি কি বারফি ও বাঁধাই হো এর সাফল্যের পর প্রযোজনা প্রতিষ্ঠান জাংলী পিকচার্স আয়ুষ্মান খুরানাকে যেন ছাড়ছেই না। নতুন আরেকটি কমেডি সিনেমা প্রযোজনা করছে প্রতিষ্ঠানটি এবং সেই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা।

সিনেমার নাম ডক্টর জি। এ চরিত্রের মধ্য দিয়ে আয়ুষ্মান খুরানা প্রথম বারের মতো ডাক্তারের ভূমিকায় অভিনয় করবেন।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, ডক্টর জি সিনেমার পরিচালক অনুভূতি কাশ্যপ। এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

সিনেমাটি নিয়ে আয়ুষ্মান বলেন, ‘ডক্টর জি এমন একটা চিত্রনাট্য যেটা পড়ে আমি মুহূর্তেই এর প্রেমে পরে যাই, কারণ গল্পটা খুব সতেজ। অত্যন্ত ভিন্ন একটা গল্প এবং খুব মজার, যা একই সঙ্গে আপনাকে হাসাবে এবং ভাবিয়ে তুলবে।’

ডক্টর জি সিনেমার চিত্রনাট্য হাতে আয়ুষ্মান খুরানা

পরিচালক অনুভূতি বলেন, ‘সিনেমা নির্মাণের জগতে এ সিনেমা দিয়েই আমি প্রবেশ করব। জাংলী পিকচার্স ও প্রতিভাবান আয়ুষ্মানের সঙ্গে কাজ করার জন্য আমি অপেক্ষা করছি। এ সিনেমাটি তরুণ ও পরিবারের সব বয়সের সদস্য একই সঙ্গে দেখতে পারবেন।’

মঙ্গলবার টুইটারে আয়ুষ্মান সিনেমার চিত্রনাট্য হাতে নিয়ে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘শিগগিরই পরামর্শ দিতে আসছি।

এ বিভাগের আরো খবর