বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চরিত্র নিয়ে খেলতে চান বাপ্পী

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২০ ১৩:৫৫

বাপ্পী বলেন, ‘আমরা যারা কমার্শিয়াল সিনেমায় কাজ করি, তারা সব কাজ নিয়ে বড় গলায় কথা বলতে পারি না। আমাদের এখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে ৫৭০ একটা বিশেষ কিছু হবে বলে মনে হচ্ছে।’

এখন পর্যন্ত বাপ্পী অভিনীত ৩৫টি সিনেমা মুক্তি পেয়েছে। নায়কের দাবি, এর মধ্যে ন্যূনতম ২৫টি হয়েছে ব্যবসাসফল। নানা রকম সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সেই বাপ্পীর উপলব্ধি, দর্শকরা এখন তারকার চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

‘দর্শকরা বিভিন্ন দেশের কাজ দেখছে। মহামারিতে তারা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখে মুগ্ধ হয়েছে। দর্শকরা এখন দেশের সিনেমাতেও সেই ধরনের কাজ প্রত্যাশা করছে’, নিউজবাংলাকে বলেন বাপ্পী।

এ অভিনেতা নিজেও ক্যারিয়ার নিয়ে কিছুটা অন্যরকম করে ভাবছেন। তিনি এখন সে ধরনের কাজ করতে চান, যেগুলো নিয়ে গর্ব করতে পারবেন। চরিত্র নিয়ে খেলতে চান এই অভিনেতা।

বেশ কিছু সিনেমা জমে গেছে নায়ক বাপ্পী চৌধুরীর। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে একে একে মুক্তি পাবে সিনেমাগুলো। এর মধ্যে রয়েছে আ জার্নি উইথ ইউ, ডেঞ্জার জোন, ৫৭০, প্রিয় কমলা। শুটিং করছেন গিভ অ্যান্ড টেক সিনেমার। অল্প কিছু দৃশ্যধারণ বাকি আছে ঢাকা ২০৪০ এর।

‘এই সিনেমাগুলো কি বাপ্পীকে অন্যরকমভাবে উপস্থাপন করতে পারবে?’

উত্তরে বাপ্পী বলেন, ‘বলার মতো একটি কাজ সম্প্রতি শেষ করেছি। সিনেমাটি হলো ৫৭০। সিনেমাটি আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা কমার্শিয়াল সিনেমায় কাজ করি, তারা তো সবসময় সব কাজ নিয়ে বলতে পারি না। আমাদের এখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে ৫৭০ একটা বিশেষ কিছু হবে বলে মনে হচ্ছে।’

এ ছাড়াও বাপ্পী আ জার্নি উইথ ইউ সিনেমার কথা উল্লেখ করে বলেন, ‘এটা প্রেমের সিনেমা, যেখানে আমি একজন সংগীতশিল্পী। সিনেমাটার থিম হলো ছেলেটি এখনও মেয়েটিকে ভালোবাসে। এই সিনেমা নিয়ে আর বেশি বলতে চাই না।’

গল্প ও চরিত্র পছন্দ হয়ে গেলে যেকোনো পরিচালকের সিনেমাতেই অভিনয় করতে চান বাপ্পী। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে বিভিন্ন সিনেমায় নানা রকম চরিত্রে অভিনয় করেছি। এখন আরও বেশি ভাঙা-গড়ার চরিত্র নিয়ে কাজ করতে চাই।’

এ বিভাগের আরো খবর