ক্যান্সারের পর এবার করোনা ধরা পড়লো অভিনেতা আব্দুল কাদেরের।
ভারত থেকে রোববার ফেরার পর অভিনেতা আব্দুল কাদেরকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তার করোনা পরীক্ষার পর সোমবার ফল পজিটিভ আসে।
আব্দুল কাদেরের পরিবার তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তিত। রোববার থেকে সোমবার পর্যন্ত তিনি ভালো বোধ করছিলেন। তা নিয়ে পরিবারের সদস্যরাও স্বস্তিতে ছিল। করোনা পজিটিভ হওয়ায় তিনি আবারও ঝুঁকিতে রয়েছেন।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৮ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ের ভেলোর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর চতুর্থ পর্যায়ে ক্যান্সার ধরা পরে।
রক্তের হিমোগ্লোবিন মাত্রা তিন থেকে ৬.৮ এ আসলে ভারতের চিকিৎসকরা তাকে দেশে ফেরার অনুমতি দেন।
আব্দুল কাদের দেশের জনপ্রিয় অভিনেতা। তার দক্ষ অভিনয় ও হাস্যরস দর্শকদের মুগ্ধ করে রেখেছিল অনেক সময় ধরে। হুমায়ুন আহমেদের ধারাবাহিক ‘কোথাউ কেউ নেই’ তার অন্যতম কাজ।