সালমান খানের নতুন সিনেমা অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ । সিনেমার একটি টিজার প্রকাশ পেয়েছে সোমবার। সালমান খানের ভগ্নিপতি আয়ুশ শর্মা তার ইনস্টাগ্রামে ভিডিওটি প্রকাশ করেছেন।
ভিডিওতে দেখা যায়, মুখোমুখি সালমান ও আয়ুশ। যেন শক্তি ও ক্ষমতার পরীক্ষায় নেমেছেন তারা। দুজনেই খালি গায়ে অ্যাকশন মুডে দেখা গেছে।
ভিডিওর ক্যাপশনে আয়ুশ লিখেছেন, ‘পরিশ্রম করতে হলে ঘাম রক্ত ঝরাতে হয় কিন্তু এর বদলে অনেক কিছুই পাওয়া যায়। অন্তিমের যাত্রা শুভ হোক।’
সালমান খান এ সিনেমায় অভিনয় করছেন এক শিখ পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর আয়ুশ শর্মাকে দেখা যাবে মাফিয়া প্রধান চরিত্রে।
সিনেমায় সালমানকে দেখা যাবে ৩০ থেকে ৪০ মিনিট। আর এই পুরো সময় সালমান খান লড়বেন মাফিয়াদের বিরুদ্ধে।
মারাঠি সিনেমা মুলশি প্যাটার্ন থেকে অনুপ্রাণিত সিনেমা অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ।
এর আগে আয়ুশ শর্মা তার ইনস্টাগ্রামে এ সিনেমায় সালমান খানের চরিত্রের লুক প্রকাশ করেন। সেখানে তাকে দেখা যায় পাগড়ি পরা চোখে কালো চশমা পরা অবস্থায়।
সালমান খানের প্রযোজনায় এ সিনেমাটি পরিচালনা করছেন মহেশ মাঞ্জরেকর। সিনেমাটি মুক্তি পাবে ২০২১ সালে।