ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের জন্য নির্মিত ওয়েব সিরিজ কনট্রাক্টে রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন মিথিলা। তিনি এর শুটিং শুরু করবেন মঙ্গলবার। সোমবার এ চরিত্রের জন্য তার স্ক্রিন টেস্ট করা হয়। আগামী এক সপ্তাহ ঢাকার কিছু লোকেশনে তিনি ব্যস্ত থাকবেনকনট্রাক্টের শুটিংয়ে।
নিউজবাংলাকে মিথিলা বলেন, ‘নারী নেত্রীদের যেভাবে দেখা যায়, সিরিজে আমার চরিত্রটি তেমনই। এর চেয়ে বেশি কিছু এখনই বলা যাবে না।’
মিথিলা আরও জানান, এই প্রথম তিনি রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন। এ নিয়ে তিনি উচ্ছ্বসিত।
তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত কনট্রাক্ট ওয়েব সিরিজটি মোহাম্মদ নাজিম উদ দৌলার উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এর শুটিং। এ মাসের মধ্যেই শুটিং শেষ করবেন বলে জানিয়েছেন পরিচালক কৃষ্ণেন্দু।
মিথিলা ছাড়াও এ সিরিজে অভিনয় করেছেন আরিফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ যাকের ও চঞ্চল চৌধুরী।