আফরান নিশো, শ্যামল মওলা এবং শরিফুল রাজ অভিনীত মাইনকার চিপায় ওয়েব সিরিজটি জায়গা করে নিয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম কনটেন্টের তালিকায়। ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি-ফাইভের ব্যানারে সিরিজটি নির্মাণ করেছেন আবরার আতহার।
ভারতের বিনোদন ভিত্তিক ওয়েব সাইট ‘ফিল্মি সিল্মি’ এর করা একটি তালিকায় স্থান করে নিয়েছে মাইনকার চিপায়। ২০২০ সালে ভারতসহ দক্ষিণ এশিয়ায় মুক্তি পাওয়া বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের ১৬টি কনটেন্ট স্থান করে নিয়েছে সেরাদের তালিকায়।
কনটেন্টগুলো হলো- সনি লিভের স্ক্যাম ১৯৯২, জি-ফাইভের চুরেইলস, চিন্টু কা বার্থডে, নেটফ্লিক্সের মাসাবা মাসাবা, বুলবুল, পাভা কাধাইগাল, ডিজনি প্লাস হটস্টারের দিল বেচারা, আরায়া, খুদা হাফিজ, অ্যামাজন প্রাইমের পুথাম পুদ্ধু কালাই, পাতাল লোক, মির্জাপুর টু, পঞ্চায়েত, বান্দিস ব্যান্ডিটস, আনপসড।
এই ১৫টি হিন্দি ভাষার কনটেন্টের সঙ্গে একমাত্র বাংলা ভাষার কনটেন্ট হিসেবে স্থান করে নিয়েছে জি-ফাইভ বাংলাদেশের ওয়েব সিরিজ মাইনকার চিপায়। ফিল্মি সিল্মির তালিকায় স্থান পাওয়া কনটেন্টের অন্যতম বৈশিষ্ট হলো অঞ্চলভেদে নির্মাণগুলোর নিজস্বতা।
প্রধান তিন অভিনয়শিল্পীর সঙ্গে পরিচালক আবরার আতহার (বা থেকে দ্বিতীয়)
মাইনকার চিপায় ওয়েব সিরিজের পরিচালক আবরার আতহার বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউজবাংলার কাছে। তিনি বলেন, ‘ভালো তো লাগছে অবশ্যই। পুরনো অনেক কথা মনে পড়ছে। আমি এর চিত্রনাট্য যেটা দিয়েছিলাম, তার অনেক কিছুই পরবর্তীতে করোনার কারণে পরিবর্তন করতে হয়েছে। অনেকে যে এটা পছন্দ করছেন সেটা ভেবে অনুপ্রাণিত হচ্ছি।’
আবরার আতহারের আরও কিছু কাজ আসতে যাচ্ছে নতুন বছরে। তবে সেগুলো এখনই বলতে চান না তিনি। যার অধিকাংশই হয়তো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।