অভিনেতা আব্দুল কাদের ভারতের চেন্নাই থেকে রোববার দেশে ফিরেছেন। দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে নেয়া হয়। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।
ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের ভেলোর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ৮ ডিসেম্বর তাকে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদেরের শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি। রক্তের হিমোগ্লোবিন কমে মাত্রা তিনে চলে যায়। সেখান থেকে অবস্থার একটু উন্নতি হয়ে মাত্রা ৬.৮ হলে ভেলোর হাসআপাতালের চিকিৎসকরা তাকে দেশে ফেরার অনুমতি দেন।
ক্যান্সারের চতুর্থ পর্যায়ে আছেন তিনি। ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ায় চিকিৎসকরা তাকে এখনই কেমো দেবেন না বলে জানিয়েছেন জাহিদা ইসলাম।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘ওনার (আব্দুল কাদের) শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। যার কারণে দেশে আসতে পেরেছি। এখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করছেন। পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে তাকে কী চিকিৎসা দেয়া হবে।’
পরিবারের সদস্যরা সবার কাছে আব্দুল কাদেরের জন্য দোয়া চেয়েছেন। আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা দাদুর অসুস্থতা নিয়ে চিন্তিত।
নিউজবাংলার সঙ্গে লুবাবার কথা হলে সে বলে, ‘আমার দাদা আমার দুনিয়া।’
জাহিদা ইসলাম বলেন, ‘লুবাবা তার দাদার অবস্থা প্রথম থেকেই নিজের চোখে দেখছে। ও এমনিতে অনেক বোঝে কিন্তু এ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে লুবাবার।’
আব্দুল কাদের অভিনয় করেছেন অসংখ্য নাটকে। হুমায়ুন আহমেদের ‘কোথাউ কেউ নেই’ নাটক দিয়ে তিনি জনপ্রিয়তা পান।
দাদার মতো নাতনি লুবাবাও অভিনয় করছে। সম্প্রতি মোস্তফা সরোয়ার ফারুকির পরিচালনায় একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে লুবাবাকে।