বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরস্ক-বাংলাদেশ চলচ্চিত্র সপ্তাহ চান রাষ্ট্রদূত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ ডিসেম্বর, ২০২০ ২০:৩৭

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে তুরস্কের টিভি সিরিজ খুবই জনপ্রিয়। সেজন্য কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি তুরস্কের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে বাংলাদেশে তুরস্ক-বাংলাদেশ চলচ্চিত্র সপ্তাহ উৎসব আয়োজন করতে চান।

তুরস্কের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে বাংলাদেশে তুরস্ক-বাংলাদেশ চলচ্চিত্র সপ্তাহ উৎসব আয়োজনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

রোববার রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সভায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ও ঐতিহ্য সংরক্ষণে তুরস্কের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সভায় তুর্কি দূত বাংলাদেশ ও তুরস্কের সাংস্কৃতিক চর্চার মেলবন্ধন ঘটাতে তুরস্ক-বাংলাদেশ চলচ্চিত্র সপ্তাহ উৎসব আয়োজন করার প্রস্তাব দেন।

তিনি জানান, বাংলাদেশে তুরস্কের টিভি সিরিজ খুবই জনপ্রিয়। সেজন্য কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি তুরস্কের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে বাংলাদেশে তুরস্ক-বাংলাদেশ চলচ্চিত্র সপ্তাহ উৎসব আয়োজন করতে চান।

রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান বলেন, ‘তুরস্কের জনগণ বাংলাদেশ সম্পর্কে আগ্রহী ও উৎসুক। সেজন্য আমরা পারস্পারিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করতে চাই। তুরস্কে ইউনুস এম্রে নামক সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে, যা সারা বিশ্বে তুরস্কের সংস্কৃতি ছড়িয়ে দিতে কাজ করছে।

রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান এর আগে ২ ডিসেম্বর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বৈঠক করেন। বৈঠকের পর জানানো হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ করতে যাচ্ছে রিসেপ তায়েব এরদোয়ানের তুরস্ক সরকার। ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ভাস্কর্যও নির্মাণ করবে তারা।

এ বিভাগের আরো খবর