বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জন্মদিনে তৈমুরকে জীবনের স্বাদ নিতে বললেন কারিনা

  •    
  • ২০ ডিসেম্বর, ২০২০ ১৪:০৯

তৈমুরের মজার কিছু ছবি দিয়ে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যায়, ছাগলের বাচ্চা নিয়ে খেলছে তৈমুর। বরফের ওপর গড়াগড়ি খাচ্ছে, বাবা সাইফের সঙ্গে গিটার বাজাচ্ছে, মুখে রং আর কেক মেখে মিষ্টি হাসিতে মন ভরাচ্ছে।

কারিনা কাপুর ও সাইফ আলী খানের ছেলে তৈমুর বলিউডপাড়ায় সবচেয়ে জনপ্রিয় তারকা শিশু। ২০ ডিসেম্বর রোববার তার চতুর্থ জন্মদিন।

বিশেষ এ দিনে ছেলেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন মা কারিনা।

তৈমুরের মজার কিছু ছবি দিয়ে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন তিনি। তাতে দেখা যায়, ছাগলের বাচ্চা নিয়ে খেলছে তৈমুর। বরফের ওপর গড়াগড়ি খাচ্ছে, বাবা সাইফের সঙ্গে গিটার বাজাচ্ছে, মুখে রং আর কেক মেখে মিষ্টি হাসিতে মন ভরাচ্ছে।

কারিনা তার আদরের ছেলেকে ছোট একটি নোট লিখেছেন ছবির ক্যাপশনে। তিনি লিখেন, ‘আমার সোনা, আমি খুশি যে চার বছর বয়সেও তুমি জানো তুমি কী করতে চাও এবং খুব মনোযোগের সঙ্গে তা করো। যেমন এখন তোমার একমাত্র কাজ খড় কুড়ানো ও গরুকে খাওয়ানো। আমার পরিশ্রমী ছেলেকে ঈশ্বর আশীর্বাদ করুন। কিন্তু এর মধ্যে বরফের স্বাদ নিতে ফুল তুলতে, লাফিয়ে বেড়াতে, গাছে চড়তে এবং অবশ্যই কেক খেতে ভুলে যেও না।’

কারিনা নোটটির শেষে বলেন, তার মতো আর কেউ তৈমুরকে কখনো ভালোবাসতে পারবে না।

বলিউডের এ অভিনেত্রী দ্বিতীয় বারের মতো মা হতে চলেছেন। তৈমুরকে নিয়ে তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় যেমন বিভিন্ন কাজ করে গেছেন, তেমনি এখনও কাজ করছেন।

কিছুদিন আগে তিনি নিজের ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এ বিভাগের আরো খবর