রণবীর কাপুরকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালের সঞ্জু সিনেমায়। সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে তৈরি সিনেমায় অভিনয় করে তিনি ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন।
এরপর টানা দুই বছর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি রণবীরকে। তার কারণ, দীর্ঘদিন ধরে তিনি আয়ান মুখার্জির ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ব্রহ্মাস্ত্র সিনেমায় রণবীরের সঙ্গে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট ও অমিতাভ বচ্চন।
রণবীরের আরও একটি সিনেমা শমসেরা এর শুটিং শেষ করলেন করোনা লকডাউন ওঠার পর। ঐতিহাসিক প্রেক্ষপটের সিনেমাটি তৈরি হচ্ছে বড় বাজেট নিয়ে।
ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, রণবীর ২০২১ সালের নতুন দুইটি সিনেমার কাজ হাতে নিয়েছেন। তার মধ্যে একটি পরিচালক লাভ রঞ্জনের সিনেমা, যার নাম এখনো নির্ধারণ হয়নি।
রণবীর এ সিনেমার শুটিং শুরু করবেন ৬ জানুয়ারি থেকে। তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। ভারতের গাজিয়াবাদ, দিল্লী ও নয়ডাতে সিনেমার শুটিং হবে।
অ্যানিমাল নামে আরেকটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রযোজক ভূষণ কুমার ও মুরাদ খেতানির সঙ্গে মিটিং করেছেন রণবীর।