বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এলো মিশন এক্সট্রিমের দ্বিতীয় পোস্টার, সঙ্গে মুক্তির ঘোষণা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ ডিসেম্বর, ২০২০ ১৬:১৫

সিনেমাটির অন্যতম পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘সবকিছু ঠিক থাকলে এবার ঈদে মিশন এক্সট্রিম মুক্তি পাবার কিছুদিন পর মিশন এক্সট্রিম-২ মুক্তি দেয়া হবে।’

প্রকাশ পেলো বহুল আলোচিত পুলিশ অ্যাকশন সাসপেন্স থ্রিলার মিশন এক্সট্রিম সিনেমার দ্বিতীয় পোস্টার। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো সিনেমাটির মুক্তির দিনক্ষণ।

আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে মিশন এক্সট্রিম সিনেমার প্রথম খণ্ড। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশেন।

বিগ বাজেটের মিশন এক্সট্রিম সিনেমাটি দুই খণ্ডে নির্মিত হয়েছে। দর্শকরা প্রতিটি খণ্ডেই পূর্ণাঙ্গ সিনেমার আমেজ পাবেন। প্রথম খণ্ডের মিশন যেখানে শেষ, সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় খণ্ডের মিশন। অ্যাকশন, থ্রিল, সাসপেন্স আর দেশপ্রেমের এক অনবদ্য গল্পগাঁথা উঠে আসবে সিনেমায়।

মিশন এক্সট্রিম সিনেমার অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার বলেন, ‘ঈদের সিনেমা বলতে আমরা বুঝি বছরের সবথেকে বড় সিনেমাটি, যার মধ্যে থাকবে প্রতিটি দর্শকের আকাঙ্ক্ষা পূরণের নিশ্চয়তা। মিশন এক্সট্রিম তেমনি একটি সিনেমা।’

মিশন এক্সট্রিম সিনেমার প্রথম পোস্টার

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘অনেকটা সময় পার করে আমরা আবার হলমুখী হচ্ছি। এটি চলচ্চিত্রের দর্শক, কলাকুশলী এবং নির্মাতাসহ সকলের জন্য অত্যন্ত প্রতীক্ষিত ক্ষণ। আমার ধারণা, মিশন এক্সট্রিম ঈদে মুক্তির মাধ্যমে এই হলমুখী স্রোতকে আরও বেগবান করবে যা পুরো চলচ্চিত্র শিল্পের জন্য একটি আশীর্বাদ।’

মিশন এক্সট্রিম সিনেমার অভিনেত্রী ঐশী

সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুতেই এতবড় একটি প্রজেক্টে কাজ করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। আমার বিশ্বাস এই সিনেমার গল্প এবং নির্মাণের আধুনিক মান দর্শক মনে নতুন মাত্রা যোগ করবে।’

মিশন এক্সট্রিম সিনেমার অভিনেতা তাসকিন রহমান

তাসকিন রহমান বলেন, ‘দর্শকরা সব সময় আমাকে যেভাবে দেখতে চান এবং আমি নিজেও আমাকে যেভাবে দেখতে চাই, মিশন এক্সটিম সিনেমায় নিজেকে সেভাবেই খুঁজে পেয়েছি। অত্যন্ত নিঁখুতভাবে গড়ে তোলা একটি চমৎকার চরিত্রকে আমি এই সিনেমায় ধারণ করেছি। এবার ঈদে সিনেমা হলে আমার নতুনরূপ নিয়ে সবার সামনে হাজির হব।’

মিশন এক্সট্রিম সিনেমার দৃশ্য

সিনেমাটির অপর পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘সবকিছু ঠিক থাকলে এবার ঈদে মিশন এক্সট্রিম মুক্তি পাবার কিছুদিন পর মিশন এক্সট্রিম-২ মুক্তি দেয়া হবে।’

এ বিভাগের আরো খবর