সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভারতের সংগীতশিল্পী নেহা কক্করের পোস্ট করা একটি ছবি নিয়ে চলছে তুমুল আলোচনা।
স্বামী রোহানপ্রীত সিংয়ের সঙ্গে তোলা ছবিটি শুক্রবার রাতে পোস্ট করেছিলেন ইন্ডিয়ান আইডলের বিচারক নেহা। এর ক্যাপশনে লেখা ছিল, ‘খেয়াল রাখেয়াকার’ (খেয়াল রাখো)।
ছবিটির কমেন্টে রোহান লেখেন, ‘আব তো কুছ জিয়াদা হি খেয়াল রাখনা পারেগা নেহু’ (এখন থেকে তো বেশি খেয়াল রাখতে হবে নেহু)।
ইনস্টাগ্রামের ওই ছবিতে নেহার পরনে ছিল ডেনিম ডাঙ্গারি (অন্তঃসত্ত্বা নারীদের পোশাক) ও সাদা শার্ট। তার হাত ছিল পেটে। পাশ থেকে তাকে জড়িয়ে রেখেছিলেন রোহান।
ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, নেহা অন্তঃসত্ত্বা। যদিও পোস্টে বিষয়টি উল্লেখ করেননি তিনি।
কিন্তু পুরো বিষয়টি একটি গানের প্রচারের জন্য করেছেন নেহা। ‘খেয়াল রাখা কার’ শিরোনামে তার নতুন একটি গান আসছে। এই গানের জন্যই এত কাণ্ড।
ভারতের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের এক জন নেহা। ২০২০ সালের ডিসেম্বরে তিনি ফোর্বসের এশিয়ার ‘১০০ ডিজিটাল তারকা’র তালিকায় স্থান পান।
চলতি বছর অক্টোবরে নেহা বিয়ে করেন আরেক সংগীতশিল্পী রোহানকে।
গত রাতে তার এ পোস্টে বলিউডের অনেক শিল্পী, কলাকুশলী অভিনন্দন জানিয়ে কমেন্ট করেছেন। তবে বিয়ের দুই মাসের মাথায় এমন পোস্টে বাজে মন্তব্যও করেছেন অনেকে।