বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অনন্তর শত কোটি টাকার প্রকল্প

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ ডিসেম্বর, ২০২০ ১২:২২

অনন্ত জানান, পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রয়োজন হবে ১০০ কোটি টাকারও বেশি। বিনা মূল্যে পাওয়া যাবে প্রকল্পটির সুবিধা। পুরো কাজটি হবে আর্ত মানবতার সেবায়।

নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত চিত্রনায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল।

শনিবার এক ভিডিওবার্তায় অনন্ত তার শত কোটি টাকার প্রকল্পের বিস্তারিত জানান। প্রকল্পের পুরো কাজটি হবে আর্ত মানবতার সেবায়।

সাভারে অনন্তর কারখানার পাশেই ধল্লা ইউনিয়নের ধল্লা গ্রাম। সেখানে রয়েছে অনন্তর সাড়ে ২২ বিঘারও কিছু বেশি জমি। সেই জমিতে তিনি নির্মাণ করবেন বৃদ্ধাশ্রম, স্কুল, হাসপাতাল, মসজিদ। রাখবেন খেলার জায়গাও। আর এসব সুবিধা পাওয়া যাবে বিনা মূল্যে।

ভিডিওবার্তায় অনন্ত বলেন, ‘২০০৭ সালে আমি জমিটি কিনি। সাড়ে তিন মাস আগে এখানে কাজ শুরু হয়েছে। বাউন্ডারি তৈরির কাজ চলছে।

‘এখানে হবে বৃদ্ধাশ্রম, লাইব্রেরি, ৫০ বেডের হসপিটাল, প্রাইমারি থেকে এইচএসসি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা। থাকবে শিক্ষার্থীদের থাকা-খাওয়ার স্থায়ী সুবিধা।’

ধল্লা গ্রামে এমন প্রকল্প নেয়ার কারণ উল্লেখ করে অনন্ত বলেন, ‘এটা আমার লক্ষ্য যে, জীবনে যা ইনকাম করব তার একটা অংশ ব্যয় করব ভালো কাজে।’

অনন্ত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে আহছানিয়া মিশনকে সঙ্গে নিয়ে।

তিনি জানান, যে জায়গায় এই কাজগুলো হবে, সেই জমির মূল্য এখন ৪৪ কোটি টাকা। আর পুরো প্রকল্পটি বাস্তবায়ন করতে প্রয়োজন হবে ১০০ কোটি টাকারও বেশি।

মানবতার সেবায় অনন্ত জলিল নিয়মিতই কাজ করছেন। গত মার্চে যখন করোনাভাইরাসের কারণে দেশের সব বন্ধ হয়ে গিয়েছিল, তখন তিনি সহায়তার হাত বাড়িয়ে দেন।

সিনেমা নিয়েও রয়েছে তার পরিকল্পনা। জানুয়ারিতে নেত্রী-দ্য লিডার সিনেমার কাজ শুরু করবেন তিনি। সম্প্রতি তুরস্কে দিন-দ্য ডে এবং দ্য স্পাই সিনেমার শুটিং করে এসেছেন অনন্ত ও বর্ষা।

এ বিভাগের আরো খবর