বাংলাদেশের লেখক নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। সেই সিরিজে অভিনয় করবেন বুলবুল খ্যাত অভিনেতা রাহুল বোস।
খবরটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। এবারই প্রথম সৃজিতের পরিচালনায় কাজ করতে যাচ্ছেন রাহুল। সিরিজটি মুক্তি পাবে ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম হইচই-তে। এই প্ল্যাটফর্মের জন্য এটাই সৃজিতের প্রথম কাজ।
রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি ওয়েব সিরিজে অভিনয় করার কথা ছিল এদেশের অভিনিয়শিল্পীদের। কিন্তু করোনার কারণে এদেশে এসে দৃশ্যধারণ বা এদেশের অভিনয়শিল্পীদের নিয়ে কলকাতায় শুটিং করা সম্ভব হচ্ছিল না।
পরে সৃজিত নিজেই টুইট করে জানান, কলকাতার শিল্পীদের নিয়েই শুরু হয়ে গেছে সিরিজের কাজ। সিরিজের মূল চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য।
বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল সৃজিত পরিচালিত কাকাবাবুর প্রত্যাবর্তন সিনেমাটির। কিন্তু সে আর হচ্ছে না। তবে আড্ডা টাইমস অ্যাপে মুক্তি পেতে যাচ্ছে সৃজিত পরিচালিত ফেলুদা ফেরত।