১৬ ডিসেম্বর বলিউড অভিনেত্রী ও ভারতীয় রাজনীতিবিদ উর্মিলা মাতন্ডকরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এর প্রেক্ষিতে ভারতের মহারাষ্ট্রের সাইবার উইংয়ে এফআইআর করেছেন উর্মিলা।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাও নিউজের প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে তিনি তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে সবাইকে সচেতন করেন। তিনি জানান, ইনস্টাগ্রামে এক মেসেজের উত্তর দিতে গিয়ে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।
তিনি টুইটারে লেখেন, ‘আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। প্রথমে তারা তোমাকে মেসেজ পাঠিয়ে বলবে কিছু পদক্ষেপ অনুসরণ করে অ্যাকাউন্টটি সঠিক কিনা যাচাই করতে। সেই প্রক্রিয়া শুরু করলেই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাবে।’
পরবর্তী আরেকটি টুইটে তিনি এফআইআর করার কথা জানান। একই সঙ্গে সাইবার ক্রাইমকে হালকাভাবে না নেয়ার ব্যাপারে সতর্ক করেন নারীদের।
তিনি লেখেন, ‘নারীদের সাইবার ক্রাইম হালকাভাবে নেয়া উচিত নয়। আমার অ্যাকাউন্ট নিয়ে এফআইআর করতে গিয়ে পরিচয় হয় ডিসিপি রেশমি করন্দিকরের সঙ্গে। তিনি আমাকে এ বিষয়ে অনেক তথ্য দিয়েছেন যা নিয়ে আমি আগামীতে কাজ করতে চাই।’
উর্মিলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সেখান থেকে সব ছবি মুছে যায় এবং অ্যাকাউন্টের নাম হয়ে যায় ‘ইনস্টাগ্রাম সাপোর্ট’। একাউন্টটি এখনো ফেরত পাননি উর্মিলা।
উর্মিলা সম্প্রতি ভারতের মুম্বাইভিত্তিক ডানপন্থি রাজনৈতিক দল শিবসেনায় যোগ দিয়েছেন। এর আগে কংগ্রেসের হয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে লড়েছিলেন তিনি।