ছোট পর্দাতেই বেশি জনপ্রিয় শবনম ফারিয়া। দেবী সিনেমার পর বড় পর্দাতেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। শবনম ফারিয়ার দ্বিতীয় সিনেমা কোনটি হবে, সেটি এখনও জানেন না অভিনেত্রী।
নিউজবাংলাকে ফারিয়া বলেন, ‘দেবী সিনেমার পর সবার একটা এক্সপেক্টেশন তো আছেই। আমার নিজেরও আছে। তাই দ্বিতীয়টা এমন একটা সিনেমা করতে চাই, যেটা আগেরটাকে ছাপিয়ে যাবে। সেই কাজটির জন্য আমিও অপেক্ষা করছি।’
শবনম ফারিয়াকে দেখা গেছে অনেক ধরনের গল্পের নাটকে অভিনয় করতে। সিনেমাতেও অনেক রকমের গল্পে অভিনয় করতে চান তিনি। এ ক্ষেত্রে নিজের পছন্দের কোনো ঘরানা নেই তার।
‘আমার পছন্দের কোনো গল্প বা চরিত্র নেই। গল্পকারদের কোনো গল্প আমার পছন্দ হয়ে যাবে, সেটা আমি নিজেও জানি না।’
অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন শবনম ফারিয়া। সে হোক ছোট পর্দা বা বড় পর্দা।
তিনি জানান, আপাতত অভিনয়কেই ভালোবাসছেন। তাই এই মাধ্যমেই কাজ করবেন। ভবিষ্যতে অন্য পেশায় যাবেন কি না, সেটা এখনই বলতে পারছেন না।
কিছুদিন আগে জীবনের বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতি টেনেছেন প্রায় দুই বছরের সংসারের। বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে চাননি শবনম।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘এটা আমার খুবই ব্যক্তিগত ব্যাপার। আমার যতটুকু মিডিয়াকে জানানো দরকার, ততটুকু জানিয়ে দিয়েছি। আর বেশি কিছু বলতে চাই না।’
বুধবার রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে হয় বিশ্বসুন্দরী সিনেমার বিশেষ প্রদর্শনী। সেখানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন শবনম ফারিয়া। সিনেমাটি দেখে এই অভিনেত্রী বলেন, ‘চয়নিকা চৌধুরীর প্রথম সিনেমা। নাটকে যেমন তিনি যত্নশীল, সিনেমাতে আরও বেশি।
‘আর সবচেয়ে বড় ব্যাপার হলো সিনেমাটি পরিবার নিয়ে দেখার মতো। আমি নিজেও সেই সিনেমাতে অভিনয় করতে চাই, যেটা পরিবার নিয়ে দেখা যাবে।’