বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টুইটে অভিষেকের মন্তব্য নিয়ে তর্ক

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২০ ১২:৪৬

অক্ষয় রাঠির বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি অভিষেক। তিনি রাঠির টুইটে মন্তব্য করেন, দুটি ভিন্ন ব্যক্তির তুলনা করা অন্যায্য।একেক অভিনেতার কাজের ধরন একেক রকম।

বলিউড অভিনেতা অক্ষয় কুমার খুব দ্রুত সময়ের মধ্যে চলচ্চিত্রের কাজ শেষ করেন জানিয়ে টুইটারে একটি পোস্ট করেছিলেন চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রাঠি। এতে তিনি বলেছিলেন, অন্য অভিনেতাদেরও তার মতো আরও ভালো ‘পরিকল্পনা’ করা দরকার।

সে টুইটে একটি মন্তব্য করেছিলেন বলিউডের আরেক অভিনেতা অভিষেক বচ্চন। এ নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।

রাঠি তার টুইটে লিখেন, ‘আশ্চর্যভাবে একটি সম্পূর্ণ দৃশ্যের শুটিং শেষ করতে অন্যান্য অভিনেতার যত সময় লাগে ততক্ষণে অক্ষয়ের সিনেমা শেষ হয়ে যায়। আর প্রায়ই তার সিনেমা হিট হয়! অন্যান্য অভিনেতাদের আরও পরিকল্পনা করা দরকার!’

বলিউড লাইফের প্রতিবেদনে জানানো হয়, অক্ষয় রাঠির বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি অভিষেক। তিনি রাঠির টুইটে মন্তব্য করেন, দুটি ভিন্ন ব্যক্তির তুলনা করা অন্যায্য।একেক অভিনেতার কাজের ধরন একেক রকম।

‘ন্যায্য নয়! বিভিন্ন লোক বিভিন্ন জিনিস থেকে অনুপ্রাণিত হয়। কাজ করার ক্ষেত্রে আলাদা গতি থাকে’, বলেন অভিষেক।

অভিনেতার ওই মন্তব্যের পর পাল্টা মন্তব্যে রাঠি বলেন, ‘বর্তমানে পুরো ইকোসিস্টেমকে (চলচ্চিত্র শিল্প) পুনরুজ্জীবিত করার একমাত্র উপায় হলো প্রচুর কাজ করা! এটি তখনই ঘটতে পারে যখন আমাদের শীর্ষস্থানীয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতারা এ ধারা জারি রাখতে পারবেন।’

অভিষেক ফের দ্বিমত করেন রাঠির সঙ্গে। তিনি বলেন ‘ভালো কাজ আরও কাজ করার আশা দেয়। সিনেমা শুধু বানানোর জন্য বানালে হবে না। এমনটা হলে দীর্ঘমেয়াদে শিল্পের ক্ষতি হবে।’

এ বিভাগের আরো খবর