শ্যুটিং বন্ধ ছিল। কিন্তু বছর জুড়েই নেটফ্লিক্স এনেছে নতুন নতুন ওয়েব সিরিজ সিনেমা আর ডকুমেন্টারি। তবে নতুন বছরে পা রেখেই দর্শকদের জন্য বাড়তি কিছু থাকবে না, তা তো হয় না। সবচেয়ে জনপ্রিয় এ স্ট্রিমিং প্ল্যাটফর্মে কী কী আসছে নতুন বছরে?
গ্যাবিজ ডলহাউজ
স্কুলে যাওয়ার আগে থেকেই বাচ্চারা বুঝতে শেখে। কার্টুন তাদের প্রিয় বিষয়। এমন শিশুদের জন্যে নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ গ্যাবিজ ডলহাউজ। রংবেরঙের পুতুল দিয়ে সাজানো সিরিজটি গ্যাবি নামের এক ছোট্ট মেয়েকে ঘিরে। নেটফ্লিক্সে আসছে ৫ জানুয়ারি।
হিস্ট্রি অব সুইয়ার ওয়ার্ডস সিজন ১
নিকোলাস কেজ বর্ণনা করবেন প্রচলিত গালিগালাজের ইতিহাস। গালির প্রচলন কীভাবে শুরু? কিভাবে সেগুলো উদ্ভাবন হলো? এসবের উত্তর পাওয়া যাবে এ ডকুসিরিজে। ৫ জানুয়ারি আসছে নেটফ্লিক্সে।
সারভাইভিং ডেথ সিজন ১
মৃত্যুর কাছাকাছি যারা যেতে পেরেছে, সে সব অতি আশ্চর্য ঘটনা নিয়ে এ ডকুসিরিজ। ব্রিটিশ এ সিরিজটি বর্ণনা করবে বিজ্ঞানের রহস্যময় কিছু ঘটনা, যার ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছেও নেই। ৬ জানুয়ারি আসছে।
পিসেস অব এ উইম্যান
২০২০ সালের চলচ্চিত্র উৎসবগুলোর আলোচিত সিনেমা পিসেস অব উইম্যান। এক দম্পতির বাচ্চা হারানোর হৃদয়বিদারক ঘটনাই এ সিনেমার গল্প। আসবে ৭ জানুয়ারি।
ইনসাইড দ্য ওয়ার্ল্ডস টাফেস্ট প্রিজনস সিজন ৫
বিশ্বের সবচেয়ে ভয়ংকর কারাগারগুলোর ভেতর থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসা হবে এ সিরিজের মাধ্যমে। ৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তিন পর্বের এ ডকুসিরিজটি আপনাকে পরিচয় করে দেবে মানুষের কঠিনতম জীবনের সঙ্গে।
আউটসাইড দ্য ওয়াইয়ার
নেটফ্লিক্সের ব্লকবাস্টার সিনেমা আউটসাইড দ্য ওয়াইয়ার। অ্যাকশন ভিত্তিক সিনেমাটি একজন ড্রোন পাইলটকে ঘিরে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অ্যান্থনি ম্যাকই, ড্যামসন ইদ্রিস ও এমিলি বিকহ্যাম। আসবে ১৫ জানুয়ারি।
দ্য হোয়াইট টাইগার
২২ জানুয়ারি নেটফ্লিক্সের আরও একটি বিশেষ প্রযোজনা ভারতীয় সিনেমা দ্য হোয়াইট টাইগার। আরভিন্দ আদিগার উপন্যাস থেকে বানানো থ্রিলারধর্মী এ ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, রাজকুমার রাও ও আদর্শ গৌরব। একজন ড্রাইভারের ধনী ব্যবসায়ী হওয়ার গল্প এটি।
এছাড়া আরও আসছে ২৭ জানুয়ারি সিনেমা পেঙ্গুইন ব্লুম, ২৯ জানুয়ারি সিনেমা দ্য ডিগ, ১ জানুয়ারি ডকুমেন্টারি দ্য মিনিমালিস্টস, ১১ জানুয়ারি ডকুমেন্টারি ক্র্যাক: কোকেইন, করাপশন এন্ড কন্সপিরেসি।
বিদেশী ভাষার কন্টেন্টের মধ্যে ১ জানুয়ারি আসছে স্প্যানিশ ভাষার সিরিজ মোনারকা, ২ জানুয়ারি আসছে জার্মান ভাষার অ্যাস্ফাল্ট বার্নিং, ৮ জানুয়ারি আসছে তুর্কি সিনেমা আজিজলার ও ফরাসি ভাষার সিরিজ লুপিন।