ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেতা আব্দুল কাদের। কিছুদিন ধরে অসুস্থ থাকায় তিনি ভারতের চেন্নাইয়ের ভেলোর হাসপাতালে চিকিৎসা নিতে যান। ৮ ডিসেম্বর তাকে সেখানে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা পরীক্ষার পর ১৫ ডিসেম্বর চিকিৎসকরা কাদেরের ক্যান্সার আক্রান্তের খবর জানান তার পরিবারকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অসুস্থতার খবরটি জানান আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। ছোট লুবাবা লিখেছে, ‘আমার দাদা অভিনেতা আব্দুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসাধীন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন।’
বর্তমানে তার শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে। একাধিক গণমাধ্যমসূত্রে জানা যায়, তার শরীরে টিউমার ছড়িয়ে পড়ছে। তিনি ক্যান্সারের চতুর্থ পর্যায়ে আছেন। তার রক্তের হিমোগ্লোবিন পর্যায় তিনে নেমে এসেছে। নিয়মিত রক্ত দেয়া হচ্ছে তাকে।
পরিবারের সদস্যদের ইচ্ছা, কিছুটা সুস্থ হলেই তাকে দেশে ফিরিয়ে আনার। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৮ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করেছে পরিবার।
জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’ এ অভিনয়ের মাধ্যমে খ্যতি পান এই অভিনেতা। এরপর থেকে অগণিত নাটকে দেখা গেছে তাকে। ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্র করেও তিনি জনপ্রিয়তা পান।