নারীর কাছে মাতৃত্ব স্বর্গীয় আনন্দের। তবে সন্তান জন্ম দেয়ার আগে শারীরিক পরিবর্তনসহ নানা জটিলতার মুখোমুখিও হতে হয় নারীকে।
সেই কষ্ট একজন নারী অবলীলায় মেনে নেন অনাগত সন্তানের জন্য। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নারীর শারীরিক পরিবর্তন এখন আর সঙ্কোচের কিছু নয় বরং অনেকেই করেন উদযাপন। দেশ-বিদেশের অনেকেই তাদের মাতৃত্বের প্রথম পর্যায়ের ধাপগুলো ধরে রাখেন ভিডিও ও স্থিরচিত্রে।
দেশের মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া অন্তঃসত্ত্বা। সম্প্রতি তিনি এক ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে তাকে দেখা গেছে শারীরিক পরিবর্তনের ফটোশুট করতে। মূলত এই সময়টা তিনি ধরে রাখতে চেয়েছেন ছবিতে।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একজন নারীর মা হওয়ার যাত্রা অনেক সাহসের। এর জন্য মাকে যোদ্ধা হতে হয়। একটি জীবন পৃথিবীতে জন্ম দেয়ার যে বিস্ময়, সেটা অবশ্যই উদযাপন করা উচিত। এসময় শরীরের যে পরিবর্তন হয় তার জন্য নারীর গর্ব হওয়া উচিত।’
বলিউডের বেগম খ্যাত কারিনা কাপুর খান দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। মাতৃত্বের আনন্দ তিনি এর আগেও একবার পেয়েছেন। তাতে কী?
পিয়া জান্নাতুল ও কারিনা কাপুর
মা হবার আনন্দ প্রতিবারই আনন্দের এবং নতুন। তাই হয়তো দ্বিতীয়বারও একই রকম উচ্ছসিত কারিনা। গোলাপি রংয়ের পোশাকে দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কারিনা। সেই ছবিতে কারিনাকে শুভেচ্ছাও জানাচ্ছেন স্বজন ও বন্ধুরা।