বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিরব-পূজা জুটির নতুন সিনেমা ‘ক্যাশ’

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২০ ১৩:৩৬

সৈকত নাসিরের পরিচালনায় এর আগে নিরব অভিনয় করেছেন ক্যাসিনো সিনেমায়। কিন্তু পূজা চেরি প্রথম কাজ করবেন সৈকতের পরিচালনায়। সিনেমায় বিশেষ চমক হিসেবে দেখা যাবে এভ্রিলকে।

প্রথমবারের মতো জুটি হয়ে সিনেমায় কাজ করতে যাচ্ছেন নিরব ও পূজা। সম্প্রতি ক্যাশ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সিনেমাটি পরিচালনা করবেন দেশা-দ্য লিডার খ্যাত পরিচালক সৈকত নাসির।

নিউজবাংলাকে সৈকত নাসির বলেন, ‘অভিনয়শিল্পীদের থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা হবে ক্যাশ। জানুয়ারির ৩ তারিখ থেকে ঢাকাতেই শুরু হবে সিনেমার শুটিং।’

সিনেমায় আরও অভিনয় করবেন সাঞ্জ জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদসহ অনেকে। সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

সৈকত নাসিরের পরিচালনায় এর আগে নিরব অভিনয় করেছেন ক্যাসিনো সিনেমায়। কিন্তু পূজা চেরি প্রথম কাজ করবেন সৈকতের পরিচালনায়।

সিনেমায় বিশেষ চমক হিসেবে দেখা যাবে এভ্রিলকে। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ক্যাশ সিনেমাটি ঠিক মতো মুক্তি পলে, এটি হবে এভ্রিলের প্রথম সিনেমা।

এ বিভাগের আরো খবর