বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্ল্যাক প্যান্থার চরিত্রে থাকছে না নতুন মুখ

  •    
  • ১২ ডিসেম্বর, ২০২০ ২১:১২

ঝড়ের দেবতা থরকে নিয়ে মারভেলের নতুন সিনেমা থর-লাভ অ্যান্ড থান্ডার। সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের মে মাসে। সিনেমায় থরের চরিত্রে থাকবেন ক্রিস হেমসওয়ার্থ। আর ভিলেনের চরিত্রে ক্রিশ্চিয়ান বেল।

করোনা পরিস্থিতির কারণে সিনেমা ব্যবসা হুমকির মুখে। সেই বিষয়কে তোয়াক্কা না করে নতুন সিনেমার ঘোষণা দিয়েছে পৃথিবী বিখ্যাত স্টুডিও মারভেল। ওয়েব প্ল্যাটফর্মকে যেখানে সবাই গুরুত্ব দিয়ে দেখছে, সেখানেও মারভেল সিনেমা হলকেই গুরুত্ব দিয়ে করেছে তাদের পরিকল্পনা।ওটিটিতে মারভেল নিয়ে আসবে নতুন সুপারহিরো সিরিজ। আর ঘোষিত সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২২ সালে।

মারভেল প্রধান কেভিন ফাইগা ব্ল্যাক প্যান্থার অভিনেতা প্রয়াত চ্যাডউইক বোসম্যানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন তার ঘোষণা। ব্ল্যাক প্যান্থার সিনেমার দ্বিতীয় কিস্তিতে চ্যাডউইক বোসম্যানের চরিত্রে নতুন কেউ অভিনয় করবেন না বলে নিশ্চিত করেছেন তিনি। নতুন পর্বে পার্শ্ব চরিত্রের ওপর দেয়া হবে বেশি গুরুত্ব।

ঝড়ের দেবতা থরকে নিয়ে মারভেলের নতুন সিনেমা থর-লাভ অ্যান্ড থান্ডার। সিনেমাটি মুক্তি পাবে ২০২২ সালের মে মাসে। সিনেমায় বরাবরের মতো থরের চরিত্রে থাকবেন ক্রিস হেমসওয়ার্থ। সিনেমায় ভিলেনের চরিত্রে দেখা যাবে ক্রিশ্চিয়ান বেলকে।ক্যাপ্টেন মার্ভেল টু আসবে ২০২২ সালে। ঘোষণা এসেছে অ্যান্ট ম্যান সিরিজের তৃতীয় কিস্তি নির্মাণের। মারভেলের ওয়েব সিরিজ মুক্তি পাবে ডিজনি প্লাসে। সিরিজগুলো হলো-আয়রন হার্ট, শি হাল্ক, দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার, হকআই, আই অ্যাম গ্রুট।

জেমস ক্যামেরনের অ্যাভাটার সিরিজ নিয়ে কোনো কথা বলেননি কেভিন ফাইগা।অ্যাভাটার সিনেমা সিরিজের তিনটি কিস্তির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে ২০২২, ২০২৪ ও ২০২৬ সালে।

লুকাসফিল্মের প্রধান ক্যাথলিন কেনেডি ঘোষণা দিয়েছেনস্টার ওয়ার্স সিনেমার নতুন কিস্তি পরিচালনা করবেনওয়ান্ডার ওম্যান খ্যাত পরিচালক প্যাটি জ্যাকিন্স। তিনি প্রথম নারী পরিচালক যিনি স্টার ওয়ার্স সিরিজের কোনো সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন।

এ বিভাগের আরো খবর