দেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তার টেস্টের ফল পজিটিভ এসেছে।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন পরিচালক শিহাব শাহীন। তিনি নিজেও করোনায় আক্রান্ত।
নুসরতা ফারিয়া অভিনয় করছিলেন শিহাব শাহীন পরিচালিত যদি কিন্তু তবুও ওয়েব সিরিজে। এর শুটিং আপাতত বন্ধ রয়েছে। করোনা টেস্ট না করালেও শিহাব শাহিনের উপসর্গ রয়েছে।
শিহাব শাহীন নিউজবাংলাকে বলেন, ‘করোনার উপসর্গ দেখার পর আমরা ৯ ডিসেম্বর শুটিং বন্ধ করে দিই। আমার শরীরে ব্যাথা রয়েছে, আর গন্ধটা পাচ্ছি না। আগামীকাল কিছু পরীক্ষা করাব। তারপর চিকিৎসক যে পরামর্শ দেবেন, সেভাবে চলব।’
তিনি জানান, তার ইউনিটের আর কারও করোনার উপসর্গ বা জ্বর আসার কথা এখনও শোনেননি তিনি। শুধু নুসরাত ফারিয়ার করোনা পজিটিভ এসেছে।
নুসরাত ফারিয়ার শারীরিক অবস্থার কথা জানিয়ে এ পরিচালক বলেন, ‘নুসরাত ফারিয়া সুস্থ আছে। ওর জ্বর ঠান্ডা ছিল। সেগুলো এখন আর নেই। আশা করছি সে ভালো হয়ে উঠেছে।’
ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি-ফাইভ প্রযোজিত ওয়েব সিরিজ যদি কিন্তু তবুওর শুটিং কয়েক দফা পিছিয়ে শুরু হয় ৩ ডিসেম্বর। শুটিং হওয়ার কথা ছিল ২৬ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু সেটা আর হচ্ছে না।
এতে নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন অপূর্ব, তারিক আনাম খান। এর আগে অপূর্ব করোনায় আক্রন্ত হয়েছিলেন।