ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ করোনাভাইরাসে আক্রান্ত। শুক্রবার সন্ধ্যায় তার করোনা টেস্টের ফল পজিটিভ আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওবার্তায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন আরিফিন শুভ।
ভিডিওতে শুভ বলেন, ‘নয় মাস যুদ্ধ করার পর হয়েই গেল। আমি করোনা পজিটিভ।’
এ নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দুশ্চিন্তা করতে মানা করেছেন শুভ। তিনি বলেন, ‘এমনিতে আমি ভালোই আছি। শুধু ঠান্ডা আর কাশি আছে। সেটাও ঠিক হয়ে যাবে আশা করছি। ডাক্তার বলেছেন, সপ্তাহখানেক পরেই সব ঠিক হয়ে যাবে।’
আরিফিন শুভ এখন বাসায় আছেন। এই নায়ক ব্যস্ত ছিলেন কন্ট্রাক্ট নামের একটি ওয়েব সিরিজের কাজে। তবে সিরিজের শুটিং বন্ধ হয়নি।
কন্ট্রাক্টের অন্যতম পরিচালক তানিম নূর নিউজবাংলাকে বলেন, ‘আমরা শুটিং করছি। তার থেকে করোনার সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। তা ছাড়া আমরা স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করেছি।’
ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি-ফাইভের জন্য নির্মিত হচ্ছে কন্ট্রাক্ট।