রাজধানীসহ দেশের ২৫ হলে মুক্তি পেয়েছে সিনেমা বিশ্বসুন্দরী। শুক্রবার প্রথম দিনে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দর্শকদের ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখাতে দর্শকের চাপে একটি শো বাড়াতে হয়েছে হল কর্তৃপক্ষের।
বিশ্বসুন্দরী সিনেমা সংশ্লিষ্ট মঈনুল ওয়াজেদ রাজিব নিউজবাংলাকে বলেন, ‘বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে ছয়টি শো ছিল। কিন্তু দর্শক বেশি থাকায় হল কর্তৃপক্ষ ৭টা ১০ মিনিটে আরও একটি শো বাড়িয়েছে।’ অর্থাৎ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই দেখানো হয়েছে সাতটি শো।
এই শাখায় শনিবারও রয়েছে ৬টি শো। রাজিব জানান, অনেক দর্শক অগ্রিম টিকিট কিনে নিয়ে গেছেন। তাই ধারণা করা হচ্ছে, শনিবারও শো বাড়তে পারে।
এছাড়া রাজধানীর শ্যামলী সিনেমাস ও আনন্দ সিনেমা হলে বিশ্বসুন্দরীর দুপুর ও সন্ধ্যার শো ছিল হাউজফুল।
বিশ্বসুন্দরী সিনেমাটি রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাস, চিত্রামহল, বিজিবি অডিটোরিয়াম ও সৈনিক ক্লাব, ঢাকার সাভার, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, পাবনা, রংপুর ও বগুড়ার কিছু হলেও দেখা যাচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় বিশ্বসুন্দরী সিনেমা দেখতে আসা দর্শক
সিনেমাটি ডিস্ট্রিবিউট করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলীমুল্লাহ খোকন নিউজবাংলাকে জানান, প্রথম দিনের হল রিপোর্ট আগামীকাল হাতে পাবেন তারা।
টিভি নাটকের পরীক্ষিত পরিচালক চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা বিশ্বসুন্দরী। সিয়াম-পরীমনি জুটিরও প্রথম সিনেমা এটি। এর গল্প লিখেছেন রুম্মান রশীদ খান।