তানভীর মোকাম্মেল পরিচালিত সিনেমা রূপসা নদীর বাঁকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার এবং ঢাকার বাইরে শুধু চট্টগ্রামের সিলভার স্ক্রিনে দেখানো হচ্ছে।
পাশাপাশি সিনেমাটি প্রদর্শিত হচ্ছে রাজধানীর গণগ্রন্থাগার অডিটোরিয়ামে। সেখানে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা, ৫টা ৩০ মিনিট ও রাত ৮টায় দেখানো হবে রূপসা নদীর বাঁকে।
পরিচালক তানভীর মোকাম্মেলের সহকারী ওয়াসিউদ্দিন আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘পাবলিক লাইব্রেরিতে বিকেল ৩টা ও ৫টা ৩০ মিনিটের শো-তে গড়ে চল্লিশ জনের মতো দর্শক ছিল।’
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় সিনেমাটি প্রদর্শনের কথা থাকলেও তা আর হচ্ছে না।
ভাগ্যতাড়িত চিরকুমার বামপন্থি নেতার জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে রূপসা নদীর বাঁকে। সিনেমায় উঠে এসেছে তিরিশের দশক থেকে ১৯৭১ পর্যন্ত স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলা কারাগারের খাপড়া ওয়ার্ডে ৭ জন বামপন্থিকে হত্যাসহ উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা।
সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ ও উত্তম গুহ।