বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনায় চলে গেলেন আরিরাং পরিচালক কিম কি দুক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ ডিসেম্বর, ২০২০ ১৭:৫৫

শহরে কিমের পূর্ব নির্ধারিত মিটিং ছিল। কিন্তু তাকে মিটিংয়ে না পেয়ে কিমের সহকর্মীরা তাকে বিভিন্ন হাসপাতালে খুঁজতে শুরু করে। করোনায় আক্রান্ত ছিলেন কিম কি দুক।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম কি দুক আর নেই। মধ্য ইউরোপের দেশ লাটভিয়াতে মারা যান তিনি। খবরটি নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

নভেম্বরের ২০ তারিখে লাটভিয়াতে যান কিম। লাটভিয়ান নিউজ পোর্টাল ডেলফি-এর প্রতিবেদন বলছে, ১১ ডিসেম্বর শুক্রবারের প্রথম প্রহরে রাত ১টা ২০ মিনিটে মারা যান কিম। করোনায় আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৯ বছর।

রিগার আর্টডক ফেস্টের ডিরেক্টর ভিতালিস মানস্কিস জানান, কিম লাটভিয়ার শহর জুরমালাতে গিয়েছিলেন বাড়ি কিনতে। সেখানে তিনি নাগরিকত্বের জন্য আবেদনও করেছিলেন। সেখানে কিমের পূর্ব নির্ধারিত মিটিং ছিল। কিন্তু তাকে মিটিংয়ে না পেয়ে কিমের সহকর্মীরা তাকে বিভিন্ন হাসপাতালে খুঁজতে শুরু করে।

পরে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পরে সেখানিই তিনি মারা যান।

এশিয়ার শুধু নয়, আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে পরিচিত নাম কিম কি দুক। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালসহ মর্যাদাপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। ২০১১ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে তার আরিরাং সিনেমার জন্য পান ‘আন সার্টেইন রিগার্ড প্রাইজ’।

ক্রোকোডাইল কিম কি দুকের প্রথম সিনেমা। তার জনপ্রিয় ও বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে ব্যাড গাই, দ্য কোস্ট গার্ড, স্প্রিং সামার ফল উইন্টার অ্যান্ড স্প্রিং, থ্রি আয়রন, দ্য বো, ড্রিম, পিয়েতা অন্যতম।

কিম কি দুক ১৯৬০ সালের ২০শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বোংঘোয়ায় জন্মগ্রহণ করেন।

এ বিভাগের আরো খবর