সিনেমা শিল্পের উপর করোনার প্রভাব খুব স্পষ্ট। পৃথিবীজুড়ে সিনেমা হলগুলো প্রায় বন্ধ হয়ে আছে। এ অবস্থায় হলের বিকল্প হয়ে উঠেছে অনলাইন প্ল্যাটফর্ম। এসব প্ল্যাটফর্মে ঘরে বসেই বিশ্বের যে কোনো দেশের সিনেমা বা সিরিজ দেখা যাচ্ছে।
করোনা পরিস্থিতির কারণে সাত মাস বন্ধ ছিল দেশের সিনেমা হল। ১৬ অক্টোবর হল খুললেও ১১ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত মুক্তি পেয়েছে মাত্র তিনটি সিনেমা। প্রযোজকদের কাছে সিনেমা চেয়ে পাচ্ছেন না হল মালিকরা। হলগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখতে নতুন পথ খোঁজা হচ্ছে। বলিউড থেকে সিনেমা আমদানির কথা ভাবছেন সংশ্লিষ্টরা।
সরকারের কাছে হল মালিকদের আবেদন বলিউডের নতুন সিনেমাগুলো দুই দেশে একই দিনে মুক্তি দেয়ার। তারা মনে করছেন, এর মাধ্যমে সামান্য হলেও কাটবে দুর্দশা।
তবে যে বলিউড থেকে নতুন সিনেমা আনতে চান হল মালিকেরা, সেই বলিউডে কেমন সিনেমা আছে মুক্তির অপেক্ষায়?
জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা আছে ছয়টি সিনেমার। এর মধ্যে ১ জানুয়ারি বরুণ ধাওয়ানের মিস্টার লেলে, ৮ জানুয়ারি আলিয়া ভাট, অজয় দেবগনের আরআরআর ও এক ভিলেন-২, ১৫ জানুয়ারি ভিকি কুশলের সর্দার উধাম সিং এবং ২২ জানুয়ারি অক্ষয় কুমার, কৃতি শ্যাননের বচ্চন পান্ডে ও মেরি দেশ কি ধারতি সিনেমা মুক্তি পাওয়ার কথা।
এরপর ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে পারে অক্ষয় কুমার, সারা আলি খান ও ধানুশের আতরাঙ্গি রে। এপ্রিল মাসের ২ তারিখের জন্য নির্ধারিত আছে অক্ষয় কুমার ও বাণী কাপুরের বেল বটম।
দিব্য খোসলা কুমার, জন আব্রাহাম ও মনোজ বাজপায়ীর সত্যমেভ জয়তে-২ মুক্তি পেতে পারে ১২ মে। ১৩ আগস্ট মুক্তির অপেক্ষায় আছে অজয় দেবগনের ময়দান।
ভারতে ২০২১ সালে আরও পাঁচটি সিনেমা মুক্তি পেতে পারে। সেগুলো হলো- কাভি ঈদ কাভি দিওয়ালি, গোলমাল-৫, হেরা ফেরি-৩, নিকাম্মা ও ফোন বুথ।
ভারতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জমে উঠছে না প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি। ধারণা করা হচ্ছে, আগামী বছরেও পরিস্থিতি একই থাকবে। আর তাই যদি হয়, তাহলে প্রতীক্ষায় থাকা বলিউড সিনেমাগুলোর একটিও মুক্তি পাবে না সিনেমা হলে।
তাই প্রশ্ন থেকে যাচ্ছে যে, এ সিনেমাগুলো দর্শক কীভাবে দেখবেন? কোথায় দেখবেন? হতে পারে অনলাইন প্ল্যাটফর্মে কিংবা পরিস্থিতি স্বভাবিক হলে প্রেক্ষাগৃহে।
তাই ভারতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের নতুন সিনেমা দেখিয়ে দুর্দশা কাটানোর যে পরিকল্পনা করা হচ্ছে তা বাস্তবায়ন নাও হতে পারে।
সেক্ষেত্রে বলিউডের পুরনো সিনেমার ওপর ভরসা রাখতে হবে। নতুবা বলিউডের সিনেমা আমদানি করা যাবে না আগামী বছরেও।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া বলিউড সিনেমা সহজেই আমদানি করা যাবে কি না, তা নিয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
এরই মধ্যে কিছু ভারতীয় সিনেমা অনলাইনে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে। তার মধ্যে ১১ ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইমে দেখা যাবে ভূমি পেডনেকারের দুর্গামাটি ও ২৫ ডিসেম্বর আসবে বরুণ ধাওয়ানের কুলি নাম্বার ওয়ান।
এমন অবস্থায় বলিউডের নতুন সিনেমা আমাদানি করে প্রদর্শন করা মোটেও সহজ হবে না বলেই ধারণা করা যাচ্ছে।