বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ। সিনেমায় নতুন চেহারায় হাজির হচ্ছেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে সালমানের নতুন চেহারার ছবি।
ভিডিওর মাধ্যমে সালমান খানের নতুন লুক প্রকাশ করেছেন সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন বলছে, সালমান তার নতুন অ্যাকশন সিনেমায় অভিনয় করছেন এক শিখ পুলিশ কর্মকর্তার চরিত্রে।
ভক্তদের মধ্যে মুহূর্তেই তোলপাড় শুরু হয়ে গেছে সালমানের নতুন লুক দেখে। মাথায় পাগড়ি, চোখে কালো চশমা আর তাগড়া পাঠান শরীর নিয়ে ভিডিওতে হেঁটে যেতে দেখা যায় তাকে।
শোনা যাচ্ছে, সিনেমায় সালমানের চরিত্রকে দেখা যাবে মাফিয়াদের সঙ্গে লড়াই করতে। সালমান খানের ভক্তদের নিরাশ না করার সব ধরনের চেষ্টা করছেন পরিচালক মহেশ মাঞ্জরেকর।
অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ মারাঠি সিনেমা মুলশি প্যাটার্ন থেকে অনুপ্রাণিত। সিনেমায় সালমানের বিশেষ উপস্থিতি থাকবে ৩০-৪০ মিনিটের। সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন আয়ুশ শর্মা।
আগামী বছরের জন্য সালমান অভিনীত দ্বিতীয় সিনেমা এটি। তবে সালমান ভক্তরা অপেক্ষায় আছেন রাঁধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটির জন্য। যেখানে সালমানকে দেখা যাবে ড্রাগ মাফিয়ার বিরুদ্ধে লড়তে।